
ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। বাইরে বৃষ্টি হবে, আর বাঙালি ইলিশ খাবে না তা হয় নাকি? তাই বর্ষা আসতেই বাজারের সেরা ইলিশের খোঁজে বেরিয়ে পড়েন তাঁরা। একেবারে থলে হাতে বাজার থেকে খুঁজে-খুঁজে পছন্দের ইলিশ নিয়ে তবেই বাড়ি ফেরেন কেউ-কেউ। তারপর শুরু হয়, কীভাবে ইলিশ রান্না হবে তাই নিয়ে শুরু হয় ভাবনা। বাড়ির এক-একজনের এক-এক রকম বায়না। কেউ পছন্দ করে ঝোল কেউ আবার ঝাল। তবে কমবেশি যেটা সবাই খেতে পছন্দ করেন সেটা হল ইলিশের পাতুরি। জেনে নিন সহজ রেসিপি…
প্রথমেই জেনে নিন, এটা বানাতে কী-কী লাগবে…
উপকরণ:
ইলিশ
সর্ষে
পোস্ত
কাঁচা লঙ্কা
সর্ষের তেল
কালো জিরে
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
নুন
কুমড়ো পাতা
স্টেপ ১-
প্রথমে ইলিশ মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিন। এরপর পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা মিশিয়ে সেটি দিয়ে মাছগুলো মাখিয়ে রেখে দিন।
স্টেপ ২-
এতে কালো জিরে নুন ও একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিন। এবার একটা কুমড়ো পাতা নিন। এতে মাছের পিসগুলো দিয়ে ভাল করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে।
স্টেপ ৩-
এবার কড়াইয়ে সামান্য তেল দিন। তাতে কুমড়ো পাতায় মোড়া মাছটা দিয়ে দিন। এবার মৃদু আঁচে একটা ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে। এভাবে ২০-৩০ মিনিট মতো রাখলেই তৈরি হয়ে যাবে ইলিশের পাতুরি। গরম-গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।