TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
Apr 02, 2023 | 7:20 AM
চা, কফির (Coffee) নেশা কমবেশি সকলেরই থাকে। তবে কফি যে ওজন কমায় তা জানতেন?
কফির বহু গুন রয়েছে। এরই মধ্য়ে একটি অন্যতম গুন হল ওজন নিয়ন্ত্রন
এই কফি বানাতে লাগবে এক চা-চামচ কফি, দুই চা-চামচ লেবুর রস, দু'কাপ জল, অল্প একটু দারুচিনি ও এক চা-চামচ মধু।
প্রথমেই পরিমাণ মতো জল নিয়ে ভাল করে ফুটিয়ে নিন। জল ফুটতে শুরু করলে তাতে দারুচিনি যোগ করুন।
এই বার ফুটন্ত মিশ্রণের মধ্য়ে দু'চামচ কফি যোগ করুন। এবং মিশ্রণটিকে ভাস করে নাড়াতে থাকুন।
মিশ্রণটি ফুটে গেলে তাতে লেবুর রস ও পরিমাণ মতো মধু যোগ করুন। ভাল ভাবে এই গুলিকে মিশ্রণটির মধ্য়ে মিশিয়ে নিন।
মনে রাখবেন কোনও ভাবেই এই পানীয়তে চিনি যোগ করা যাবে না। যদি একান্তই চিনি ছাড়া না খেতে পারেন তবে মধুর পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন।
দিনের মধ্যে এক থেকে দু'বার খেতে পারেন এই কফি। মাত্র ৫ মিনিটেই তৈরি করা যায় এইটি।