TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 30, 2022 | 4:28 PM
অমিতাভ বচ্চন- নিয়ম মেনে জাতীয় সঙ্গীত গাননি অমিতাভ বচ্চন। একবার ১ মিনিট ৫২ সেকেন্ডের বদলে এই গান তিনি শেষ করেছিলেন ১ মিনিট ২৬ সেকেন্ডে। তারপরই আইনীজটে পড়তে হয় তাঁকে।
ব্রেকফাস্ট- সকালে একগ্লাস দুধ, সঙ্গে ঝাল ছাড়া ডিমের ভুজিয়া খেতেন। সঙ্গে ফল ও ডায়েটে থাকা আরও পদও থাকত তালিকায়।
লাঞ্চ- দুপুরে অমিতাভের মেনুতে থাকে দুটো থেকে তিনটে রুটি। সঙ্গে সিদ্ধ ডাল, সিদ্ধ সব্জি। তবে ভাত খান না অমিতাভ বচ্চন।
ডিনার- রাতে সাধারণত অমিতাভ বচ্চন খেয়ে থাকেন শুধুই স্যুপ। মাঝে মধ্যে স্বাদ বদলের জন্য তিনি তালিকায় রেখে থাকেন পনির ভুজিয়া।
এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল ও ফল থাকে তাঁর খাবারের তালিকায়। বাইরের খাবারে সাফ না। তবে কোনও অনুষ্ঠানে গেলে তিনি সামান্য ভেজ খাবার খেয়ে থাকেন।