TV9 Bangla Digital | Edited By: utsha hazra
Jul 25, 2021 | 12:59 PM
রাজমা সেদ্ধ করে সঙ্গে আলু মিশিয়ে বল করে ওটসের সঙ্গে কোট করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে রাজমা পকোড়া
চিকেন পকোড়া এমনি যে কোনও সময় খেতে ভাল লাগে। তবে বাইরে বৃষ্টি হলে পকোড়া যেন আরও বেশি যেন ভাল লাগে।
চালের গুড়োর সঙ্গে কলা সেদ্ধ করে মিশিয়ে মশলা পুর করে ভরে ভেজে নিন। যা খেতেও সুস্বাদু।
বৃষ্টির দিনে সিঙ্গারা সব সময়ই প্রিয়। আর যদি ট্রেডিশনল সিঙ্গারা পাওয়া যায় তাহলে তো কোনও কথাই নেই।
আলু আর ডাল একসঙ্গে মিশিয়ে বলের আকারে গড়ে গোল্ডেন করে ভেজে তুলে নিন। বৃষ্টির সন্ধে জমে যাবে।
আপনি কি ফল প্রেমী? প্রিয় ফলের উপর দিয়ে অল্প মধু ছড়িয়ে বর্ষার দুপুরে খেলে মন্দ হয় না।
পেঁয়াজ আর বেসনের কম্বিনেশন বৃষ্টির দিনে এর থেকে ভাল কী বা হতে পারে। পিঁয়াজি, মুড়ি সঙ্গে চা আর বৃষ্টির আমেজ, পুরো জমজমাট।