Homemade Paneer: ছানা কাটিয়ে বাড়িতে তৈরি করুন নরম তুলতুলে পনির, খেতেও হবে চমৎকার আর বাঁচবে খরচ

Paneer Making Tips: বাড়িতে তৈরি করা পনির অনেক বেশি নরম এবং মোলায়েম হয়। অর্থাৎ মুখে দিলেই মিলিয়ে যাবে। তাছাড়া বাড়িতে একবার পনির বানিয়ে নিলে, তার দীর্ঘদিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন। বেঁচে যাবে আপনার কয়েক'শ টাকা।

Homemade Paneer: ছানা কাটিয়ে বাড়িতে তৈরি করুন নরম তুলতুলে পনির, খেতেও হবে চমৎকার আর বাঁচবে খরচ

| Edited By: megha

Jun 04, 2023 | 10:10 AM

বাজারে ৫০০ গ্রাম পনিরের দাম প্রায় ১৫০ টাকা। তার উপর তা প্যাকেটজাত পনির। অর্থাৎ প্রিজ়ারভেটিভ। আজকাল বাড়িতে পাতা পনির বাজারে কিনতে পাওয়া যায় না। যার ফলে পনির রাঁধলে সেই স্বাদও আর মেলে না। কিন্তু আপনি চাইলে নিজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন পনির। একটু ঝক্কি পোহাতে হবে ঠিকই, কিন্তু স্বাদে কোনও হেরফের হবে না। বরং, খরচও কমবে। বাড়িতে তৈরি করা পনির অনেক বেশি নরম এবং মোলায়েম হয়। অর্থাৎ মুখে দিলেই মিলিয়ে যাবে। তাছাড়া বাড়িতে একবার পনির বানিয়ে নিলে, তার দীর্ঘদিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে বাড়িতে তৈরি করবেন পনির।

উপকরণ:

পনির তৈরির জন্য দুধ ভাল হওয়া চাই। তাই ফুল ক্রিম দুধ নিন। দুধ কাটানোর জন্য হাতের কাছে লেবুর রস, দই বা ঘোল কিংবা সাদা ভিনিগার রাখুন। এক্ষেত্রে লেবুর রস সবচেয়ে বেশি কার্যকরী। আর প্রয়োজন একটা নরম সুতির কাপড়।

পনির তৈরি করার পদ্ধতি: 

এক বড় পাত্রে প্রায় ৫ কাপ দুধ নিন। মাঝে আঁচে রেখে দুধ গরম বসান। দুধটা মাঝে মাঝে নাড়তে থাকবেন। এতে দুধের উপর সর পড়বে না। পাশাপাশি দুধ যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। দুধ ফুটতে শুরু করলে এর মধ্যে লেবুর রস দিয়ে দিন। লেবুর রসের বদলে টক দই বা সাদা ভিনিগারও দিতে পারেন। লেবুর রস দেওয়ার পর দুধটা ক্রমাগত নাড়তে থাকুন। এতে দুধ কেটে যাবে এবং ছানা তৈরি হয়ে যাবে।

এবার সুতির কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নিন। ছানার জলটা ফেলে দিন। এবার ওই কাপড়ে ছানাটা চেপে মুড়ে নিন। ভাল করে চেপে ধরবেন, যাতে ছানা থেকে সমস্ত জল বেরিয়ে যায়। প্রয়োজনে, কাপড়ে মোড়া ছানার উপর ভারী বাসন বা নোড়া চাপিয়ে দিতে পারেন। তাহলে ছানা থেকে সমস্ত জল বেরিয়ে যাবে।

ছানা থেকে সমস্ত জল বেরিয়ে যাওয়ার পরও কাপড় সমেত ছানাটা ১০ মিনিট দড়িতে ঝুলিয়ে রাখুন। তারপর পুনরায় কাপড়ে মোড়া ছানার উপর ভারী বাসন বা নোড়া চাপিয়ে দিন। এভাবে প্রায় ৩০ মিনিট ছানার উপর ভারী বস্তু চাপিয়ে রাখতে হবে। আধ ঘণ্টা পর ভারী বস্তু সরিয়ে, কাপড় খুলে দেখবেন আপনার ছানা তৈরি। এবার ছানাটা আপনার পছন্দের আকারে কেটে নিন। এই ছানাটা আপনি ফ্রিজেও সংরক্ষণ কর‍তে পারেন।