Healthy Food Habits: রোজের খাদ্য তালিকায় ৪ বদলে! ম্যাজিকের মত ঝরবে মেদ, কমবে গ্যাস-অম্বলের সমস্যা

Aug 13, 2024 | 11:37 PM

Healthy Food Habits: হজমের গোলমাল রোজ লেগেই আছে। এই সবের কারণ কিন্তু হতে পারে পেটের ভিতর থাকে কিছু খারাপ ব্যাক্টিরিয়াও। এই সব সমস্যার সমাধান কিন্তু হতে পারে, শুধু খাদ্যাভ্যাসে ছোট্ট কিছু পরিবর্তনে।

1 / 5
Healthy Food Habits: রোজের খাদ্য তালিকায় ৪ বদলে! ম্যাজিকের মত ঝরবে মেদ, কমবে গ্যাস-অম্বলের সমস্যা

2 / 5
বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।

বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।

3 / 5
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

4 / 5
Healthy Food Habits: রোজের খাদ্য তালিকায় ৪ বদলে! ম্যাজিকের মত ঝরবে মেদ, কমবে গ্যাস-অম্বলের সমস্যা

5 / 5
Healthy Food Habits: রোজের খাদ্য তালিকায় ৪ বদলে! ম্যাজিকের মত ঝরবে মেদ, কমবে গ্যাস-অম্বলের সমস্যা

Next Photo Gallery