
ডায়েট করার সময় অনেকে এক প্লেট স্যালাড খান। নানা সময় পুষ্টিবিদরা সেই স্যালাড খাওয়ার সঠিক পরিমাণ বলে দেন। ডায়েট মেনে চলার সময় অনেকেই দ্বিধায় পড়েন যে ফলের স্যালাড (Fruit Salad) খাবেন, নাকি সবজির স্যালাড (Vegetable Salad)? আসলে দু’টিই স্বাস্থ্যকর। তবে তাদের গুণাগুণ এবং শরীরে প্রভাব আলাদা আলাদা হয়। চলুন জেনে নেওয়া যাক কোন স্যালাড আপনার ডায়েটে বেশি উপকার দেবে।
কী মাথায় রাখবেন? ফ্রুটস স্যালাডে প্রাকৃতিক চিনি বেশি, যার ফলে ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে খাওয়া দরকার। এটি খেলে অবশ্য অনেকটা বেশি সময় পেট ভরা রাখে না।
কী মাথায় রাখবেন? বেশ কিছু কাঁচা সবজি গ্যাস বা হজমের সমস্যা করতে পারে। তেল, মেয়োনিজ মিশিয়ে খেলে ক্যালোরি বেড়ে যেতে পারে।
উল্লেখ্য, স্যালাডে ফল এবং সবজি মিশিয়ে খাওয়াও ভাল। যেমন – শসা, গাজর, টমেটোর সঙ্গে আপেল বা বেদানা মিশিয়ে খাওয়া যায়। এতে ভিটামিন, মিনারেল, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট একসঙ্গে মেলে। ফলে পুষ্টির দিকেও ভারসাম্য থাকে। তবে ফল ও সবজি একসঙ্গে স্যালাড হিসেবে মিশিয়ে খেলে যদি অ্যালার্জি হয়, তা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।