রান্নায় দিন এই তিন জিনিস, গ্যাসট্রিকের সমস্যা কাছেও ঘেঁষবে না
সারাদিন বাড়ির বাইরে থাকলে, ইচ্ছে না হলেও, ফাস্ট ফুড খাওয়া হয়েই যায়। ফলে গ্যাসস্ট্রিকের সমস্যা দেখা যায়। অনেক ওষুধ খেয়েও বার বার ফিরে আসে এই গ্যাসস্ট্রিক।

সারাদিন বাড়ির বাইরে থাকলে, ইচ্ছে না হলেও, ফাস্ট ফুড খাওয়া হয়েই যায়। ফলে গ্যাসস্ট্রিকের সমস্যা দেখা যায়। অনেক ওষুধ খেয়েও বার বার ফিরে আসে এই গ্যাসস্ট্রিক। একটাই উপায়, বাইরের খাবারকে একেবারেই দূরে সরিয়ে রাখুন। কিন্তু সেটা কি সব সময় সম্ভব! বরং বাড়ির রান্না করার স্টাইলটাই বদলে ফেলুন। দেখবেন এই সমস্যা কাছেও ঘেঁষবে না।
বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসস্ট্রিকের সমস্যা দূর করতে দারুণ কাজ করে রসুন, জোয়ান এবং গোলমরিচ। তাই বাড়িতে পদ রান্নার সময় এই রসুন, জোয়ান ও গোল মরিচ দেওয়ার চেষ্টা করুন। দেখবেন স্বাদও ভাল হবে, আবার শরীর খারাপও হবে না।
এই খবরটিও পড়ুন
গোলমরিচ, রসুন শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। অন্যদিকে জোয়ান হজমশক্তি বাড়াতেও সাহায্য করে। তাই এই তিন জিনিস রান্নায় দিলে গ্যাসস্ট্রিক হওয়ার সম্ভাবনা কমে যায়।





