Korean Skin Care: ৭ দিনেই রেজাল্ট, নিজেই অবাক হবেন! কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পান এই একটা উপাদানে

Korean Skin Care: এখন ঝকঝকে ত্বক বলতেই সকলের মাথায় আসে কোরিয়ান গ্লাস স্কিনের কথা। এখন সবাই চান, কোরিয়ানদের মতো চকচকে ত্বক পেতে।

Korean Skin Care: ৭ দিনেই রেজাল্ট, নিজেই অবাক হবেন! কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পান এই একটা উপাদানে
প্রতীকী চিত্রImage Credit source: X

|

Jul 18, 2025 | 3:00 PM

সামনেই দুর্গা পুজো। হাতে মাত্র আর কয়েকটা দিনই। শুধু নতুন জামা পড়লে বা মেক-আপ করলেই তো হবে না। ভিতর থেকেও উজ্জ্বল হতে হবে, তবেই মানাবে মেকআপ। এই পুজোয় যদি সবাইকে তাক লাগাতে চান, তবে দরকার ঝকঝকে ত্বক। আর এখন ঝকঝকে ত্বক বলতেই সকলের মাথায় আসে কোরিয়ান গ্লাস স্কিনের কথা। এখন সবাই চান, কোরিয়ানদের মতো চকচকে ত্বক পেতে। ঘরে থাকা একটা জিনিস দিয়েই আপনি ৭ দিনে গ্লাস স্কিন পেতে পারেন। কীভাবে জানুন-

চাল ধোয়া জল-

ত্বকের জন্য খুব উপকারি চাল। যদি ত্বক হাইড্রেট রাখতে চান, তবে রাইস ওয়াটার বা চাল ধোয়া জলের বিকল্প হয় না। এর জন্য আপনাকে ১৫ থেকে ৩০ মিনিট চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপর এই চাল ধোয়া জল মুখে দিতে পারেন।

উপকার- এটি আপনি টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে, মিলিয়ে যাবে কালো দাগ।

রাইস ফেস মাস্ক-

ফেস প্যাক হিসাবেও চাল ব্যবহার করতে পারেন। এর জন্য চালের গুঁড়োয় দই ও মধু মিশিয়ে মুখে রাখতে পারেন। ১৫-২০ মিনিট পর তা ধুয়ে ফেলুন।

উপকার- এই প্যাক একদিকে যেমন ত্বকের এক্সফোলিয়েশন করবে, ডেড স্কিন দূর করবে, তেমনই ত্বক উজ্জ্বল ও মসৃণ করবে।

অ্যালোভেরা জেল দিয়ে যদি সপ্তাহে এক বা দুইদিন চালের গুঁড়ো মাখেন, তাহলেও ত্বক চকচকে হবে। ত্বকে তেলের উৎপাদন নিয়ন্ত্রিত হবে।