গরমকালের ফ্যাশনে এই রঙ থাকলে, উষ্ণতা ছড়াবেন আপনিও

aryama das

aryama das |

Updated on: May 27, 2021 | 9:46 PM

বলিউড হিরোইন থেকে ফ্যাশন ডিজাইনার রঙের প্যালেট থেকে একটাই রঙের সাজেশন দিচ্ছেন। তারা বলছেন, গো-গ্রিন।

গরমকালের ফ্যাশনে এই রঙ থাকলে, উষ্ণতা ছড়াবেন আপনিও

গরমকালে ফ্যাশনে ফের ফিরে আসে রঙ। তবে কোন রঙে আপনাকে ফিকে লাগবে, আর কোন রঙে উজ্জ্বল, সেটা বিচার করতে হবে আপনাকে। বলিউড হিরোইন থেকে ফ্যাশন ডিজাইনার রঙের প্যালেট থেকে একটাই রঙের সাজেশন দিচ্ছেন। তারা বলছেন, গো-গ্রিন।

১) মোনোক্রোমে থাক সবুজ রং

ফ্যাশন স্টেটমেন্টে মোনোক্রোম চিরাচরিতভাবে ট্রেন্ডিং। এইবার সেই স্টেটমেন্টে যদি উজ্জ্বল সবুজ রঙ থাকে, তবে আপনিই নজর কাড়বেন সবার মাঝে। ইতিমধ্যেই টপ-পালাজো থেকে জুতো সবেতেই সবুজ রঙের ব্যবহার দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের ড্রেসে।

২) পোশাকের লেয়ারে থাকুক সবুজের ছোঁয়া

সাদা বা কালো ড্রেসের সঙ্গে একটা ঘন সবুজ রঙের জ্যাকেট থাক ফ্যাশনে। সুপার মডেল কেন্ডল জেনারকে সম্প্রতি এমনই সাদা শার্ট, কালো ফরম্যাল জামার সঙ্গে এক উজ্জ্বল সবুজ পোশাকে বেশ মানিয়েছে।

৩) সাজসজ্জার মধ্যেও সবুজ প্রপ থাকতে পারে

আপনি ভাবছেন, সবুজ রং আপনাকে মানাবে কিনা। তাহলে পোশাকে সবুজ রঙের প্রয়োজন নেই। হাতের ব্যাগ, সানগ্লাসের ফ্রেম বা জুতো হোক সবুজের।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla