কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলেজেন্সির দুনিয়ায় বেশ প্রসিদ্ধ গুগলের চ্যাটবট জেমিনি। এবার সেই জেমিনির দ্বিতীয় জেনারেশন নিয়ে এল গুগল। লঞ্চ করল গুগল জেমিনি ২.০। বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল তাঁর এআই চ্যাটবট জেমিনি ২.০ লঞ্চ করে জানিয়েছে, এই নতুন সংস্করণ এতটাই শক্তিশালী হবে যে মানুষের সাহায্য ছাড়াই অনেক কাজ সম্পন্ন করতে পারবে। অর্থাৎ এমন কিছু ফিচার আছে যা আপনি কল্পনাও করতে পারছেন না।
গুগল জেমিনি ২.০-এর মধ্যে রয়েছে বিশদে গবেষণা, প্রজেক্ট অ্যাসট্রো, জেমিনি ২.০ ফ্ল্যাশ আরও অনেক কিছু। মানুষের হস্তক্ষেপ কম থাকবে বলে দাবি জেমিনি ২.০-এর। জেমিনি ২.০ লঞ্চ করার সঙ্গে সঙ্গেই যে তাঁরা নিজেদের প্রতিযোগী ওপেন এআই ও মেটা এআই-এর থেকে অনেকটা এগিয়ে গিয়েছে তা বলাই বাহুল্য।
কী কী বৈশিষ্ট্য আছে এই গুগল জেমিনি ২.০তে?
১। জেমিনি ২.০ ইউনিভার্সাল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে। এর নিজস্ব চিন্তাশক্তি আছে। যা জেমিনি ব্যবহারকারীর চাহিদা ও পছন্দকে আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে। এমনকি ব্যবহারকারীর নির্দেশ বুঝে তাঁর মতো করে ভাবার চেষ্টা করবে।
২। জেমিনি২.০ তে থাকছে জেমিনি ২.০ ফ্ল্যাশ। যা মাল্টিমোডাল একাধিক কাজ করতে সক্ষম। অর্থাৎ প্রম্পট অনুসারে টেক্সট, ইমেজ, ভিডিও একসাথে কম্পাইল করে এবং একটি রিপোর্ট দুতে পারবে।
৩। জেমিনি ২.০ যে কোনও প্রম্পটে গভীর গবেষণাও করবে। রয়েছে যে কোনও বিষয়ের উপর দীর্ঘ উত্তর দেওয়া এবং জটিল নির্দেশাবলী বোঝার ক্ষমতা।
৪। আপনার প্রয়োজন বুঝে আপনার কল ধরা তাঁর উত্তর দেওয়ার কাজ করতে পারবে, জেমিনি ২.০।
৫। এআই জেমিনি ২.০ তে আছে এজেন্টের সুবিধাও। যা বাস্তবে জেমিনি ২.০তে বর্তমান নানা ধরনের সফ্টওয়্যার সরঞ্জাম। একসঙ্গে একাধিক কাজ করতে সক্ষম এই এজেন্ট।
৬। ওয়েব ব্রাউজিং-এর সময় গ্রাহকের সুবিধার জন্য জেমিনি ২.০তে থাকবে প্রজেক্ট মেরিনার।