Hair Mask: খরচা বাঁচাতে বাড়িতে বসেই মাখেন হেয়ার মাস্ক? এই ৫ নিয়ম না মানলে চুলেরই ক্ষতি

Do's and Don'ts Hair Care: খুশকি হোক বা ফ্রিজি হেয়ার—চুলের যে কোনও সমস্যার সমাধান করা যায় হেয়ার মাস্ক দিয়ে। শুষ্ক চুলে আর্দ্রতা আনে হেয়ার মাস্ক। চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে অবদান রাখে। নিয়মিত হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের কোনও সমস্যাই আপনার ধারে কাছে ঘেঁষবে না।

Hair Mask: খরচা বাঁচাতে বাড়িতে বসেই মাখেন হেয়ার মাস্ক? এই ৫ নিয়ম না মানলে চুলেরই ক্ষতি

|

Mar 15, 2024 | 8:45 AM

চুলের যত্ন নিতে গেলে সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করতেই হয়। আবার কারও কাছে চুল এতটাই প্রিয় হয় যে, প্রতি মাসে পার্লারে গিয়ে হেয়ার স্পা করান। হেয়ার স্পার খরচ কম করেও ১০০০ টাকা। সবার সামর্থ্য থাকে না, হাজার টাকা খরচ করে হেয়ার স্পা করানোর। তাই অনেকেই ওই টাকার অর্ধেক খরচ করে হেয়ার মাস্ক কিনে নেন। ম্যাসাজ না-ই বা হল। অন্তত চুল পুষ্টি পেল ওই হেয়ার মাস্কের মাধ্যমে। মাথায় হেয়ার ক্রিম মেখে ৪৫ মিনিট বসে থাকলেই কাজ শেষ। শ্যাম্পু করে নিলেই নরম চুল পাওয়া যায়।

খুশকি হোক বা ফ্রিজি হেয়ার—চুলের যে কোনও সমস্যার সমাধান করা যায় হেয়ার মাস্ক দিয়ে। শুষ্ক চুলে আর্দ্রতা আনে হেয়ার মাস্ক। চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে অবদান রাখে। নিয়মিত হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের কোনও সমস্যাই আপনার ধারে কাছে ঘেঁষবে না। আর পার্লারে গিয়ে পকেটও খসাতে হবে না। কিন্তু হেয়ার মাস্ক ব্যবহারের ক্ষেত্রে এই ৫ নিয়ম না মানলে পুরো ‘লস’। সঠিক নিয়ম মেনে হেয়ার মাস্ক ব্যবহার না করলে কোনও উপকার পাবেন না। দেখে নিন হেয়ার মাস্ক ব্যবহারের ৫ টিপস

১) সবার চুল এক নয়। কারও স্ক্যাল্প তৈলাক্ত। আবার কারও চুল অতিরিক্ত শুষ্ক। অনেকের চুল পড়ার সমস্যা রয়েছে। আবার কেউ কেউ ভোগেন খুশকির সমস্যায়। চুলের ধরন ও সমস্যা অনুযায়ী হেয়ার মাস্ক বেছে নিন। বাজারে বিভিন্ন ধরনের হেয়ার মাস্ক রয়েছে। সে সব হেয়ার মাস্কের টাইপ ও রিভিউ দেখে কিনুন।

২) ছুটির দিনে হেয়ার মাস্ক ব্যবহার করেন বেশিরভাগ মানুষ। কিন্তু হেয়ার মাস্ক ব্যবহারের আগে চুল পরিষ্কার করেন না। নোংরা চুল ও ময়লা স্ক্যাল্পে হেয়ার মাস্ক মাখলে উপকার পাবেন না। হেয়ার মাস্ক ব্যবহারের আগে শ্যাম্পু করে নিন। তারপর চুল শুকনো করে চুলে নিন। এরপর হেয়ার মাস্ক মাখুন। এতে চুল হেয়ার মাস্কের সমস্ত পুষ্টি শোষণে সক্ষম হবে।

৩) আগা থেকে ডগা চুলের সমস্ত অংশে যেন হেয়ার মাস্ক লাগে, সে দিকে খেয়াল রাখুন। চুলের কোনও বাদ দেবেন না। ধৈর্যের সঙ্গে হেয়ার মাস্ক মাখুন। হেয়ার মাস্ক লাগিয়ে প্রথমে আঙুলের সাহায্যে ম্যাসাজ করে নিন। এরপর চিরুনি দিয়ে আঁচড়ে নিন। এতে চুলের প্রতিটা অংশে উপাদানটি পৌঁছাবে।

৪) হেয়ার মাস্ক রাতে মেখে সকালে ধুয়ে ফেলার বস্তু নয়। হেয়ার মাস্ক মেখে ৩০-৪০ মিনিট বসে থাকুন। তারপর ধুয়ে ফেলুন। সারারাত মাথায় হেয়ার মাস্ক রেখে দিলে চুলের কিউটিকলগুলোর ক্ষয় হবে। এতে হেয়ার মাস্ক থেকে উপকার পাওয়া বদলে চুলের ক্ষতি হবে।

৫) যেহেতু আপনি বাড়িতে বসে হেয়ার মাস্ক ব্যবহার করছেন, তাই প্রতি সপ্তাহে এটি মাখতে পারেন। মাসে একবার হেয়ার মাস্ক মাখলে খুব বেশি উপকার পাবেন। সপ্তাহে একবার কিংবা দু’বার হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এতে মনের মতো চুল পাবেন।