পুজোর শপিং এর প্ল্যান করছেন? এই টিপস মাথায় রাখলে বাঁচবে পকেট, ভরবে আলমারি

পুজোর শপিংয়ের জন্য ঠিক করে প্ল্যান না করলে অনেক খরচ হয়ে যায়। পকেট প্রায় ফাঁকা হয়ে যায়। জেনে নিন পুজোর কেনাকাটা করার সময় কোন কোন বিষয় মাথায় রাখবেন। রইল টিপস।

পুজোর শপিং এর প্ল্যান করছেন? এই টিপস মাথায় রাখলে বাঁচবে পকেট, ভরবে আলমারি
পুজোর শপিং এর প্ল্যান করছেন? এই টিপস মাথায় রাখলে বাঁচবে পকেট, ভরবে আলমারিImage Credit source: Blend Images - Erik Isakson/Tetra images/Getty Images

Aug 19, 2025 | 5:46 PM

ক্যালেন্ডার বলছে এখন চলছে অগস্টের মাঝামাঝি। সেপ্টেম্বরের শেষে দুর্গাপুজো। মাসখানেক আগে থেকেই অনেকে পুজোর চারটে দিনের জন্য পরিকল্পনা করেন। চলতে থাকে পুজোর শপিং। পছন্দের জামাকাপড়, শাড়ি, জুতো এসব কেনাকাটা করেন কমবেশি সকলে। কিন্তু পুজোর শপিংয়ের জন্য ঠিক করে প্ল্যান না করলে অনেক খরচ হয়ে যায়। পকেট প্রায় ফাঁকা হয়ে যায়। জেনে নিন পুজোর কেনাকাটা করার সময় কোন কোন বিষয় মাথায় রাখবেন। রইল টিপস।

পুজোর শপিংয়ের সময় পকেট বাঁচানোর পাশাপাশি আলমারি ভরানোর জন্য নিম্নে চারটি টিপস উল্লেখ করা হল।

  • কী কী কিনবেন তার একটি তালিকা বানিয়ে শপিং করতে যেতে পারেন। এই ধরুন ২টো কুর্তি ও ২টো জিন্স‌ কেনা হয়েছে। ভাবছেন আরও কয়েকটা জামাকাপড় কিনবেন। কী কী কিনবেন তার একখানা তালিকা বানিয়ে ফেলুন। দুর্গাপুজোর সময় শুধু যে জামাকাপড় কেনা হয় তা নয়। ঘর সাজানোর জিনিস ও প্রয়োজনীয় নানা জিনিসও অনেকে কিনে থাকেন। তাই শপিংয়ে বেরনোর সময় সব কিছুর আগে থেকে একটা তালিকা বানিয়ে শপিং করতে গেলে কেনাকাটা সহজ হবে।
  • ভবিষ্যতের কথা ভেবে শপিং করতে পারেন। আসলে এমন সব জিনিস কিনতে হবে, যা ভবিষ্যতেও কাজে লাগবে। এই ধরুন এমন কিছু জামা বা জিনিস কিনলেন, যা ভবিষ্যতে ভাল করে ব্যবহার করতে পারবেন। আসলে ব্যবহার করবেন না, শুধুমাত্র ভাল লাগল বলেই যা ইচ্ছে কিনে নেবেন, এমন ভুলটা মোটেও করবেন না। তাতে খরচও বাড়বে ও ঘরে বেকার জায়গা দখল হয়ে থাকবে।
  • ভুলেও আবেগে ভেসে শপিং করবেন না। অনেক সময় পরিকল্পনা ছাড়া কেনাকাটা করতে গেলেই একটু না একটু বেশি শপিং হয়ে যায়। অনেক সময় বেশ কিছু জিনিস বাজেটে ফিট হয় না, আবার কখনও কখনও বাড়ি ফিরে মনে হয় এই জিনিসটার দরকার ছিল। তাই জিনিস বাছাই করার সময় আবেগে ভেসে ভুব করে তাড়াহুড়ো করবেন না। ঠান্ডা মাথাতে সিদ্ধান্ত নিতে হবে।
  • প্রাইস ট্যাগ ভাল করে দেখে নিতে হবে। শপিং মলে প্রচুর জামাকাপড় পাওয়া যায়। তা থেকে পছন্দের জামাকাপড় বেছে নেওয়া আর সেটা আপনাকে মানাচ্ছে কি না, সেটা যাচাই করে নেওয়া জরুরি। এরপরও আর একটি বিষয় জরুরি। সেটি হল দাম। যদি আপনার পছন্দ হওয়া জামার দাম বাজেটের থেকে বেশি হয়, তা হলে সেটা নেওয়ার আগে কয়েকবার ভাবতে হবে। এটা শুধু শপিং মল থেকে জামা কেনার সময়ই নয়, অনলাইনে শপিং করার ক্ষেত্রেও মাথায় রাখা জরুরি।