Winter Office Fashion: আরাম-উষ্ণতা-স্টাইল সব চান একসঙ্গে? রইল অফিসে শীতকালীন স্মার্ট লুকের আইডিয়া

শীতকালীন অফিস ফ্যাশন মানে শুধু উষ্ণ পোশাক নয়, স্মার্ট, পরিষ্কার, ব্যালান্সড লুক বজায় রাখা জরুরি। সঠিক লেয়ারিং, আরামদায়ক ফেব্রিক আর নিউট্রাল রঙ বেছে নিলে অফিসের প্রতিদিনেই থাকবে স্টাইলের ছাপ। এই শীতে ওয়ার্কওয়্যার লুক হোক সহজ, উষ্ণ ও একদম প্রফেশনাল।

Winter Office Fashion: আরাম-উষ্ণতা-স্টাইল সব চান একসঙ্গে? রইল অফিসে শীতকালীন স্মার্ট লুকের আইডিয়া
আরাম-উষ্ণতা-স্টাইল সব চান একসঙ্গে? রইল অফিসে শীতকালীন স্মার্ট লুকের আইডিয়াImage Credit source: Getty Images

Nov 23, 2025 | 12:40 PM

শীত পড়লেই অফিসের পোশাকে (Winter Office Fashion) আসে বদল। ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে চাই উষ্ণ আরাম, আবার সেই সঙ্গে বজায় রাখতে হয় স্মার্ট, প্রফেশনাল লুক। সোয়েটার, ব্লেজার, টার্টল নেক, উলের ট্রাউজার সব মিলিয়ে শীতকালের ওয়ার্কওয়্যার শুধু ফ্যাশন নয়, বরং প্রতিদিনের কমফর্টের অংশ। এ বছর কোন কোন লুক ট্রেন্ডিং, আর কোন পোশাক অফিসের জন্য পারফেক্ট? চলুন দেখে নেওয়া যাক।

১. ক্লাসিক টার্টল নেক ও ব্লেজার লুক

শীতে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্কওয়্যার কম্বো। কালো বা নিউট্রাল টার্টল নেকের ওপর ফিটেড ব্লেজার — যা দেখতে এলিগ্যান্ট, প্রফেশনাল এবং খুবই উষ্ণ।

২. লাইটওয়েট সোয়েটার: আরামদায়ক কিন্তু অফিস-ফ্রেন্ডলি

শীতে মোটা সোয়েটার অফিসে ভারী লাগতে পারে। তাই পাতলা নিটওয়্যার বা রিবড সোয়েটার এখন ট্রেন্ড। এগুলো জিন্স, ট্রাউজার বা স্কার্ট—সব কিছুর সঙ্গে মানিয়ে যায়।

৩. ‘উল-ট্রাউজার’—এই শীতে বিশেষ জনপ্রিয়

উলের ট্রাউজার হালকা, উষ্ণ এবং খুবই ফর্মাল দেখায়। নিউট্রাল রঙের (গ্রে, ক্যামেল, নেভি) ট্রাউজার যে কোনও শীতকালীন ওয়ার্কলুককে আরও প্রিমিয়াম করে তোলে।

৪. স্কার্ফ যোগ হলেই লুক আরও স্মার্ট

অফিসের জন্য লাইট উল স্কার্ফ বা ক্যাশমিয়ার স্টোল দারুণ। রঙে একটু কনট্রাস্ট রাখলে পুরো লুকে আসে স্টাইলিশ টাচ।

৫. অ্যাঙ্কল বুট-উইন্টার ফুটওয়্যার ট্রেন্ড

শীত এলেই অ্যাঙ্কল বুট অফিস-লুকের অংশ হয়ে যায়। কালো বা ব্রাউন লেদার বুট ট্রাউজার বা মিডি স্কার্ট—সব কিছুর সঙ্গে মানিয়ে যায়।

৬. নিউট্রাল ও মনোটোন লুক খুব ট্রেন্ডিং

বেইজ, অফ-হোয়াইট, গ্রে বা ব্ল্যাক—এই রঙের মনোটনিক আউটফিট শীতে খুব প্রফেশনাল দেখায়। এতে লুক হয় ক্লিন ও মিনিমাল।

৭. কার্ডিগান ও শার্ট কম্বো

শার্টের ওপর হালকা কার্ডিগান – এই লুক শীতে খুব কমফর্টেবল এবং কাজের জন্য যথেষ্ট ফর্মাল। বিশেষ করে জুম মিটিংয়ের দিনগুলোতে এটা দারুণ বিকল্প।

৮. ‘টেক্সচার লেয়ারিং’ এ বছরের নতুন ট্রেন্ড

উলের সোয়েটার, কটন শার্ট ও ব্লেজার – এভাবে টেক্সচার মিশিয়ে লেয়ারিং করলে লুক হয় স্টাইলিশ ও ব্যালান্সড।

শীতকালীন অফিস ফ্যাশন মানে শুধু উষ্ণ পোশাক নয়, স্মার্ট, পরিষ্কার, ব্যালান্সড লুক বজায় রাখা জরুরি। সঠিক লেয়ারিং, আরামদায়ক ফেব্রিক আর নিউট্রাল রঙ বেছে নিলে অফিসের প্রতিদিনেই থাকবে স্টাইলের ছাপ। এই শীতে ওয়ার্কওয়্যার লুক হোক সহজ, উষ্ণ ও একদম প্রফেশনাল।