ঘুম থকে উঠে এটা না পেলে রেগে কাঁই হতেন সুচিত্রা, মহানায়িকার সেনসেশনাল সিক্রেট জেনে নিন…
সুচিত্রা সেন। ভারতীয় চলচ্চিত্রের মহানায়িকা। তাঁর এক ঝলক পেতে হন্য হয়ে বসে থাকতেন তাঁর অনুরাগীরা। তাঁর প্রাণখোলা হাসি ছিল ভুবন ভোলানো। ভারতীয় চলচ্চিত্রের ডিভাদের নিয়ে কথা উঠলে সুচিত্রা সেনের নাম তো আসবেই।

২১ মে আন্তর্জাতিক চা দিবস। চা প্রেমীদের জন্য আজকের এই দিনটা রীতিমতো সেলিব্রেশনের মতো। যাঁরা কথায় কথায় চায়ের কাপে ঝড় তোলেন, তাঁরা কিন্তু জেনে নিতেই পারেন, চায়ের মধ্যেই লুকিয়ে রয়েছে রূপ রহস্য। তাও আবার সুচিত্র সেনের! হ্যাঁ, মহানায়িকা সকালবেলা ঘুম থেকে উঠে এমন এক চা খেতেন, যা কিনা একটু বেশিই স্পেশাল। আর সেই চায়ের কারণেই নাকি সারাদিন ধরে তিনি থাকতেন ফ্রেশ। বিশেষ কী মেশানো হত সুচিত্রার চায়ে?
সুচিত্রা সেন। ভারতীয় চলচ্চিত্রের মহানায়িকা। তাঁর এক ঝলক পেতে হন্য হয়ে বসে থাকতেন তাঁর অনুরাগীরা। তাঁর প্রাণখোলা হাসি ছিল ভুবন ভোলানো। ভারতীয় চলচ্চিত্রের ডিভাদের নিয়ে কথা উঠলে সুচিত্রা সেনের নাম তো আসবেই। অভিনয়ের পাশাপাশি সুচিত্রার রূপ ছিল তাক লাগিয়ে দেওয়ার মতো। অনেকেই তাই নানা বাহানায় সুচিত্রার বিউটি সিক্রেট জানার চেষ্টা করতেন। কিন্তু সুচিত্রা কিন্তু বরাবরই তা গোপনই রাখতেন।
তবে সেই সময় এক বিনোদনমূলক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘুম থেকে উঠে এক কাপ সেকেন্ড ফ্লাশ দার্জিলিং চা, তার মধ্য়ে মেশানো এক চামচ মধু এবং পাতিলেবুর রস। এই চা না খেলে নাকি সুচিত্রার মুড ঠিক থাকত না। মহানায়িকা যেখানেই শুটিংয়ে যান না কেন, চায়ের সরঞ্জাম তাঁর সঙ্গেই যেত। এমনকী, উত্তমকেও নাকি বহুবার এই চা খাইয়ে ছিলেন সুচিত্রা।
