Onion for Hair: দিন দিন চুল পাতলা হয়ে যাচ্ছে? এক সপ্তাহ টাকে পেঁয়াজের রস মেখে নিজেই তফাৎ দেখুন
Hair Fall Problem: চুল উঠে মাথায় টাক দেখা যাচ্ছে? চুল আগের থেকে অনেক বেশি পাতলা হয়ে যাচ্ছে? এই অবস্থায় চুলের দেখভালে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। আজকাল শ্যাম্পু-তেলেও পেঁয়াজের রস ব্যবহার হচ্ছে। সেই সব শ্যাম্পু-তেল ব্যবহারের বদলে চুলে সরাসরি পেঁয়াজের রস ব্যবহার করুন।

চুল উঠে মাথায় টাক দেখা যাচ্ছে? চুল আগের থেকে অনেক বেশি পাতলা হয়ে যাচ্ছে? যে শ্যাম্পুই ব্যবহার করছেন, চুল পড়া কমছে না। এই অবস্থায় চুলের দেখভালে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। আজকাল শ্যাম্পু-তেলেও পেঁয়াজের রস ব্যবহার হচ্ছে। সেই সব শ্যাম্পু-তেল ব্যবহারের বদলে চুলে সরাসরি পেঁয়াজের রস ব্যবহার করুন।
পেঁয়াজের মধ্যে ভিটামিন সি, বি৬, ফলিক অ্যাসিড রয়েছে। এছাড়াও পেঁয়াজের রসে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন ও ফসফরাস রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদানও পাওয়া যায় পেঁয়াজের রসের মধ্যে। এসব উপাদান চুলের হাজারো সমস্যা সমাধানে কাজে আসে।
চুলে যে কারণে পেঁয়াজের রস ব্যবহার করবেন-
১) পেঁয়াজের রস চুল পড়া কমাতে সাহায্য করে। চুল উঠে যে অংশে টাক পড়ে গিয়েছে, সেখানে সরাসরি পেঁয়াজের রস লাগাতে পারেন। এতেই দেখবেন চুল পড়া ধীরে ধীরে কমে গিয়েছে। টানা কয়েক সপ্তাহ পেঁয়াজের রস ব্যবহার করলে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। চটজলদি ফল পেতে দিনে দু’বার করে চুল ও স্ক্যাল্পে পেঁয়াজের রস লাগাতে পারেন।
২) পেঁয়াজের রসে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমাতে সাহায্য করে। এটি চুলকে অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। পাকা চুলের সমস্যা কমায় পেঁয়াজের রস।
৩) স্ক্যাল্পের প্রদাহ কমাতে এবং চুলকানি রোধ করতে সাহায্য করে পেঁয়াজের রস। দু’চামচ পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে স্ক্যাল্পে লাগাতে পারেন। কিংবা পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল ও লেবুর রস মিশিয়ে চুল লাগিয়ে নিন। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।
৪) খুশকির সমস্যা একবার বাসা বাঁধলে সহজে পিছু ছাড়তে চায় না। তবে, খুশকির সমস্যা কমাতে আপনি পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। পেঁয়াজের রস স্ক্যাল্পকে যে কোনও ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে। পেঁয়াজের রস অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে মাখতে পারেন। ১০ মিনিট স্নান করে নিন।
