স্কুলে পড়ার সময় এইসব স্টাইল স্টেটমেন্ট আপনিও অনুসরণ করেছিলেন ?

utsha hazra | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Apr 03, 2021 | 7:42 AM

পড়াশুনার চাপ, মাস্টারমশাই বকুনির মাঝেও এক আনন্দ ছিল। যা আর ফিরে পাবার নয়। এমন কিছু কিছু স্টাইল ছিল যা শুধু স্কুলে পড়ার সময় সবাই কম বেশী করে থাকে। ভেবে দেখুন তো এগুলো কী আপনিও করেছেন?

স্কুলে পড়ার সময় এইসব স্টাইল স্টেটমেন্ট আপনিও অনুসরণ করেছিলেন ?

Follow Us

জলছবি রংমশাল স্কুল ছুটি হজমি আর রূপকথা আয়নাদের গল্প বল, বন্ধু চল

সেইদিন গুলোর কথা মনে পড়ে গেল। পড়াশুনার চাপ, মাস্টারমশাই বকুনির মাঝেও এক আনন্দ ছিল। যা আর ফিরে পাবার নয়। এমন কিছু কিছু স্টাইল ছিল যা শুধু স্কুলে পড়ার সময় সবাই কম বেশী করে থাকে। ভেবে দেখুন তো এগুলো কী আপনিও করেছেন?

যে কোনও সময় মাঠে খেলতে হোক কিংবা কমন রুমে কারোর সঙ্গে কথা বলতে হোক আপনা থেকেই গুটিয়ে ফেলতেন জামার হাতা। হাতা ফোল্ড করলে মনে হত যেন আলাদাই কেত। মনে হত নিজেকে দেখাচ্ছে ভীষণই কুল।

আরও পড়ুন :গাড়িতে ঘুমান, সেখানেই হয় খাওয়া-দাওয়া, চারচাকাকে সঙ্গী করে ভারত ভ্রমণে বেরিয়েছেন কেরলের দম্পতি

কখনও শীতকালে সোয়েটার বা ব্লেজার গায়ে না চাপিয়ে কোমরে বেঁধেছেন? শীতের এর থেকে বড় ফ্যাশন স্টেটমেন্ট আর কীবা হতে পারে। বারন্দায় এইভাবে পুরো কেতের সঙ্গে হাঁটার মেজাজই আলাদা। কিন্তু সামনে টিচারকে দেখে ছুটে পালানোর মজাটা আরও অন্যরকম।

মোজাকে রোল করে অ্যাঙ্কেলের কাছে নামিয়ে আনা। হাঁটু অবধি মোজা ! ইস তা কেউ করে শুনলেই কেমন লাগে। ভেবে দেখেছেন এই গুলো।

আরও পড়ুন :গরমকালে কীধরনের পোশাক বেছে নেবেন, রইল টিপস

জন্মদিন হোক বা অন্য কোন অনুষ্ঠান স্কুলের পড়ার সময় স্টাইল করার একটাই উপায় ছিল একটু অন্যরকম স্নিকার অথবা একটু অন্যরকম ব্যাগ।

Next Article