সারা ভারত ঘুরে বেড়ান কেরলের এই দম্পতি। ভ্রমণ পিপাসুর আদর্শ উদাহরণ তাঁরা। ঘুরে-বেড়ানোই তাঁদের একমাত্র শখ। সেজন্য বাদ দিয়েছেন অনেক বিলাসিতা। গাড়িতেই ঘুমিয়ে পড়েন স্বামী-স্ত্রী। স্নান এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সেরে নেন পেট্রোল পাম্পের বাথরুমে। গাড়িতেই থাকে ছোট্ট স্টোভ। সেখানেই হয় রান্নাবান্না। সবমিলিয়ে একদম পারফেক্ট 'ট্র্যাভেল লাভার' কাপল।
ত্রিশূরের এই দম্পতির নাম হরিকৃষ্ণন জে এবং লক্ষ্মী কৃষ্ণ। ইউটিউবে TinPin Stories স্টোরিস বলে একটি চ্যানেলও রয়েছে তাঁদের। ভারতের ১৩টি রাজ্য রোড ট্রিপের সাহায্যে ঘোরার পরিকল্পনাও করে ফেলেছেন এই দক্ষিণী দম্পতি।
২০১৯ সালে থাইল্যান্ডে হানিমুনে গিয়েছিলেন হরিকৃষ্ণন এবং লক্ষ্মী। সেখানে গিয়েই দু'জনে আবিষ্কার করেন যে ঘুরে-বেড়ানোর মারাত্মক নেশা রয়েছে দু'জনেরই। এরপর চাকরি ছাড়েন এই দম্পতি। শুরু করেন ছোটোখাটো রোড ট্রিপ। তবে লক্ষ্য ছিল বাইকে করে আন্তর্জাতিক সফর করার।
তবে বাদ সেধেছিল করোনা আর লকডাউন। তাই বিদেশের বদলে নিজের দেশকেই নতুন করে 'এক্সপ্লোর' অর্থাৎ আবিষ্কারের নেশায় বুঁদ হয়েছেন এই তরুণ দম্পতি। তবে চাকরি ছেড়ে এই সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ ছিল না। তবে প্রিয়জনেরা সবসময় পাশে ছিলেন এবং আছেন আর থাকবেনও। তাই নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে নেমেছেন হরিকৃষ্ণন এবং লক্ষ্মী।
বেড়াতে গেলে তাঁদের সঙ্গে থাকে ১০ জোড়া জামাকাপড়। রান্নাবান্না করার সামান্য সরঞ্জাম। বালতি আর মগ। আর ভিডিয়ো এবং ছবি এডিটের জন্য ল্যাপটপ। সঙ্গে রাখেন জলের পাত্র। জল শেষ হয়ে গেলে সুরক্ষিত জায়গা থেকে আবার জল ভরে নেন। ১০ লিটারের মোট তিনটি ক্যান সঙ্গে রাখেন তাঁরা।
ঘুমানোর জন্য গাড়ির পিছনের সিটে লাগিয়ে নিয়েছেন একটা মাথা রাখার জায়গা। এবার সিট গুটিয়ে মাদুর আর চাদর পেতে নিলেই তৈরি হয়ে যায় বিছানা। আর খিদে পেলে ছোট সিলিন্ডার আর গ্যাস বের করে রাস্তার পাশেই ফ্রায়িং প্যানে বানিয়ে নেন সহজ কোনও রেসিপি। তারপর ছোট একটা টূল পেতে পরিবেশন করে নেন খাবার। আর বাকি সময় ধাবা পেলে খেয়ে নেন সেখানে।
হরিকৃষ্ণন এবং লক্ষ্মী দু'জনেই জানিয়েছেন এভাবে ঘোরার ফলে খরচ অনেক কমে গিয়েছে তাঁদের। রাতে বেশিরভাগ সময়েই কোনও পেট্রোল পাম্পের কাছে গাড়ি পার্ক করেন। সকালে পাম্পের ওয়াশরুমেই যান স্নান করতে। প্রথমে অসুবিধা হত লক্ষ্মীর, তবে এখন হরিকৃষ্ণন- এর মতো সবটাই অভ্যাস হয়ে গিয়েছে তাঁর। পরিষ্কার বাথরুম না পেলে চলে যান অন্য পেট্রোল পাম্পে।
ইতিমধ্যেই দেশের অনেক জায়গা চষে ফেলেছেন এই দম্পতি। আগামী দিনে গাড়ি নিয়ে গোটা ভারত ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাঁদের।