জেদি দাগ হবে দূর, সাবান ছাড়াই এভাবে ঝকঝকে বানান নোংরা কফি মগ
কফি বা চা নিয়মিত খাওয়ার ফলে মগ বা কাপের ভেতরে প্রায়ই বাদামি বা কালচে মতো দাগ জমে যায়। সাধারণ সাবান দিয়ে ঘষলেও এই দাগ সবসময় পুরোপুরি ওঠে না।

কফি বা চা নিয়মিত খাওয়ার ফলে মগ বা কাপের ভেতরে প্রায়ই বাদামি বা কালচে মতো দাগ জমে যায়। সাধারণ সাবান দিয়ে ঘষলেও এই দাগ সবসময় পুরোপুরি ওঠে না। যার ফলে কফি মগ বা চায়ের কাপের রং ফিকে হতে থাকে। তবে কিছু প্রাকৃতিক ও ঘরোয়া উপাদান ব্যবহার করলে খুব সহজেই কফি মগের জেদি দাগ দূর করা সম্ভব। নিম্নে কফি মগ পরিষ্কার করার কিছু ঘরোয়া উপায় আলোচনা করা হল।
কফি মগ পরিষ্কারের ঘরোয়া উপায় —
বেকিং সোডা – ১ চা চামচ বেকিং সোডা নিয়ে মগের ভেতরে ছিটিয়ে নিন। সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নরম স্পঞ্জ বা কাপড় দিয়ে ঘষুন। কয়েক মিনিট পর ভালভাবে জল দিয়ে ধুয়ে ফেলুন।
লেবুর রস ও লবণ – আধা লেবুর রস মগে দিন এবং এক চিমটি লবণ মিশিয়ে নিন। লেবুর খোসা দিয়েই ভেতরটা ঘষুন। অ্যাসিডিটি ও লবণের ঘর্ষণ শক্তি দাগ সহজে তুলবে।
ভিনিগার – কফি মগে আধ কাপ সাদা ভিনিগার ঢেলে কয়েক মিনিট রেখে দিন। এরপর ব্রাশ বা স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এতে জমে থাকা দাগ ও গন্ধ দুটোই দূর হবে।
টুথপেস্ট – মগের ভেতরে একটু টুথপেস্ট লাগিয়ে পুরনো টুথব্রাশ দিয়ে ঘষতে হবে। টুথপেস্টের মৃদু অ্যাব্রেসিভ দাগ তোলায় কার্যকর।
চাল ধোওয়া জল – চাল ধোয়া জল মগে ঢেলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। পরে স্পঞ্জ দিয়ে ঘষে ধুলে হালকা দাগ পরিষ্কার হয়ে যাবে।
হাইড্রোজেন পারঅক্সাইড ও বেকিং সোডা (গাঢ় দাগের জন্য) – ১ চামচ বেকিং সোডার সঙ্গে ১ চামচ হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে পেস্ট তৈরি করুন। মগের ভেতরে লাগিয়ে আধঘণ্টা রেখে ঘষে ধুয়ে ফেলুন।
সাবান ব্যবহার না করেও কফি মগের জেদি দাগ দূর করা সম্ভব। বেকিং সোডা, লেবু, ভিনেগার, টুথপেস্ট বা চাল ধোওয়া জল— এই প্রাকৃতিক উপাদানগুলো নিয়মিত ব্যবহার করলে মগ সবসময় থাকবে পরিষ্কার ও দাগমুক্ত। এতে শুধু দাগই দূর হয় না, বরং মগে জমে থাকা দুর্গন্ধও দূর হয়ে যায়।
