
উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিললেও, দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। বরং, বেড়ে চলেছে অস্বস্তিকর গরম। সকাল ৭টা থেকেই রোদের তাপ। আর আপনাকে এর মধ্যে কাজে বেরোতেই হবে। কোনওভাবেই এড়াতে পারবেন না সূর্যের তেজকে। তাই সানস্ক্রিন মাখতে ভুলে গেলে আপনারই ক্ষতি। বাজারে বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। কোনওটা সানস্ক্রিন ক্রিম, আবার কোনওটা সানস্ক্রিন স্প্রে। যে ধরনেরই সানস্ক্রিন ব্যবহার করুন না কেন, SPF যাচাই করে নেওয়া দরকার। এসপিএফ আপনার ত্বককে সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে।
শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই সানস্ক্রিন ব্যবহার করতে হয়। কিন্তু সবসময় কয়েক’শ টাকা খরচ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সানস্ক্রিন। হোমমেড সানস্ক্রিন আপনার ত্বকে বার্ধক্য, ট্যানিং ও ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে। আর যেহেতু এই সানস্ক্রিন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই ত্বকেরও উপর ক্ষতিকারক প্রভাব পড়বে না।
অ্যালোভেরা দিয়ে বানিয়ে নিন সানস্ক্রিন
অ্যালোভেরা জেল ত্বকের উপর দুর্দান্ত কাজ করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি র্যাশ, অ্যালার্জি, ব্রণর সমস্যা কমায়। এছাড়া ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। এই প্রাকৃতিক উপাদান ত্বককে সূর্যের আলো থেকে রক্ষা করে এবং ট্যানও তুলে দেয়।
একটি পাত্রে ১ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১/২ কাপ নারকেল তেল, ৫-৭ ফোঁটা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল এবং ১ চা চামচ শিয়া বাটার মিশিয়ে নিন। মিশ্রণটি ভাল করে ফেটিয়ে নিন। তৈরি সানস্ক্রিন। শুষ্ক ত্বক হলে আপনি এই সানস্ক্রিনে ভিটামিন ই ক্যাপসুলের অয়েলও মেশাতে পারেন। রোদে বেরোনোর আগে ত্বকে মাখুন এই সানস্ক্রিন।
অ্যালোভেরা জেল প্রতিদিনই ত্বকে ব্যবহার করা যায়। বরং, রোজ অ্যালোভেরা জেল মাখলে সানবার্ন, শুষ্ক ত্বক ও ট্যানের সমস্যা দূর করতে পারেন। অ্যালোভেরা জেলের মতো নারকেল তেলও ত্বকের যত্নে দুর্দান্ত কাজ করে। ত্বকের হাজারো সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে নারকেল তেলের মধ্যে। নারকেল তেলও সূর্যালোকের হাত থেকে ত্বককে রক্ষা করে।
পেপারমিন্ট এসেনশিয়াল অয়েলের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে, যা ত্বককে জীবাণুর হাত থেকে প্রতিরোধ করে। পাশাপাশি ব্রণর সমস্যা কমায়। অন্যদিকে, শিয়া বাটার ত্বককে প্রদাহের হাত থেকে রক্ষা করে এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে। ত্বককে মসৃণ করে তোলে এই উপাদান।