
চায়ের কাপে এক চামচ চিনি, ব্রেকফাস্টে জুস, দুপুরে মিষ্টি দই, সন্ধ্যায় বিস্কুটে কামড়— আমরা বুঝতেই পারি না দিনের শেষে শরীরে ঢুকে গিয়েছে ঠিক কতটা বাড়তি চিনি। একদিকে স্বাদের টানে চিনিও টানে, অন্যদিকে শরীরের ক্ষতির ভয়ও থাকে। এই পরিস্থিতিতে প্রশ্ন হল সারা দিনে ঠিক কতটা চিনি খেলে শরীরের ক্ষতি হয় না? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা।
প্রাপ্তবয়স্ক একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিনের মোট ক্যালরির মাত্র ৫–১০% চিনি থেকে আসা উচিত। WHO এর নির্দেশ অনুযায়ী, পুরুষদের দিনে ৯ চামচ ও মহিলাদের ৬ চামচের বেশি চিনি খাওয়া উচিত নয়। সাধারণভাবে হিসেব করলে, দিনে ৬ চা–চামচ (প্রায় ২৫ গ্রাম) চিনি খাওয়া তুলনামূলক নিরাপদ। আর ১২ চামচের (প্রায় ৫০ গ্রাম) বেশি হলে শরীরের জন্য ক্ষতিকর প্রভাব শুরু হয়।
মিষ্টি খেলে মন ভাল হয়, কিন্তু সীমার বাইরে গেলে শরীরের জন্য হয়ে ওঠে বিষ! তাই চায়ের কাপে চিনি দেওয়ার সময় মনে রাখতে হবে সারা দিনে ছয় চামচের বেশি নয়! এটাই আপনাকে রাখবে ফিট ও সুস্থ।