Nail Extension: নেইল এক্সটেনশন খোলার পর নখের হাল খারাপ? জেনে নিন কীভাবে যত্ন নেবেন

নেইল এক্সটেনশন করলে নখ সুন্দর লাগে ও অন্য রূপ পায়। কিন্তু এটি খুলে ফেলার পর নখ সাধারণত দুর্বল, পাতলা ও ভঙ্গুর হয়ে যায়।

Nail Extension: নেইল এক্সটেনশন খোলার পর নখের হাল খারাপ? জেনে নিন কীভাবে যত্ন নেবেন
নেইল এক্সটেনশন খোলার পর নখের হাল খারাপ? জেনে নিন কীভাবে যত্ন নেবেনImage Credit source: Canva

Aug 10, 2025 | 2:02 PM

আজকাল নেইল এক্সটেনশন করার প্রবণতা বেড়েছে। আগে সেলিব্রিটিদের নেইল এক্সটেনশন করতে দেখা যেত। আজকাল সেসব বালাই নেই। সাধারণ মানুষদের কাছেও নেইল এক্সটেনশন (Nail Extension) এখন সহজলভ্য। অনেকে বিয়ের সময় নেইল এক্সটেনশন করান। কেউ কেউ আবার পুজো আসলে নখ সুন্দর দেখানোর জন্য এই পথে হাঁটেন। নেইল এক্সটেনশন করলে নখ সুন্দর লাগে ও অন্য রূপ পায়। কিন্তু এটি খুলে ফেলার পর নখ সাধারণত দুর্বল, পাতলা ও ভঙ্গুর হয়ে যায়। কারণ আঠা ও ফাইলিংয়ে নখের প্রাকৃতিক স্তর কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। সঠিক যত্ন নিলে নখ দ্রুত সুস্থ ও মজবুত হবে। নেইল এক্সটেনশন খোলার পর নখের যত্ন কীভাবে নেবেন জেনে নিন।

১. নখকে ছোট ও সমান করে কাটুন – লম্বা দুর্বল নখ সহজেই ভেঙে যেতে পারে। নখ কাটার পর হালকা ফাইলিং করে ধার মসৃণ করুন।

২. কিউটিকল অয়েল লাগান – ভিটামিন ই অয়েল, অলিভ অয়েল বা বাদাম তেল দিনে ২ বার নখের গোড়ায় লাগান। এটা করলে রক্ত সঞ্চালন বাড়বে ও নতুন নখের বৃদ্ধি ভাল হবে।

৩. নখে সরাসরি নেইল পলিশ না দিয়ে নেল স্ট্রেন্থনার ব্যবহার করুন – ১–২ সপ্তাহ নেল পলিশ এড়িয়ে চলুন, যাতে নখ প্রাকৃতিক অবস্থায় ফিরে আসে। চাইলে স্ট্রেন্থনার বা ক্যালসিয়াম সমৃদ্ধ বেস কোট লাগান।

৪. প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান – দুধ, ডিম, মাছ, ডাল, বাদাম ও সবুজ শাকসবজি নখের বৃদ্ধি ও শক্তি বাড়ায়।

৫. নখ ভিজে রাখবেন না – লম্বা সময় জলে কাজ করলে নখ নরম হয়ে ভেঙে যেতে পারে। বাসন ধোওয়া বা কাপড় কাচার সময় গ্লাভস ব্যবহার করুন।

৬. সপ্তাহে একবার নারকেল তেল বা মধু ম্যাসাজ – নারকেল তেল নখে পুষ্টি দেয়, মধু নখ নরম করে ও উজ্জ্বল রাখে।

৭. নখ টানা বা খোঁচাবেন না – দুর্বল নখ কেটে বা টেনে ফেললে আরও ক্ষতি হবে। তাই নেইল এক্সটেনশন খোলার পর নখ টানবেন না বা খোঁচাবেন না।