Monsoon Tips: বর্ষায় সাদা জামায় লেগেছে কাদা, জেদি দাগ পরিষ্কারের ঘরোয়া উপায় জেনে নিন 

সাদা জামায় কাদার দাগ খুব জেদি হয়, তা হলে পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে। কিন্তু সঠিকভাবে কয়েকটি উপায় অবলম্বন করলে ঘরে বসেই তা পরিষ্কার করা যায়, কাপড়ের ক্ষতি না করেই। 

Monsoon Tips: বর্ষায় সাদা জামায় লেগেছে কাদা, জেদি দাগ পরিষ্কারের ঘরোয়া উপায় জেনে নিন 
Monsoon Tips: বর্ষায় সাদা জামায় লেগেছে কাদা, জেদি দাগ পরিষ্কারের ঘরোয়া উপায় জেনে নিন Image Credit source: RUNSTUDIO/Photodisc/Getty Images

Aug 08, 2025 | 2:56 PM

বর্ষাকাল মানেই রাস্তাঘাট জল, কাদায় ভর্তি। এইসময় অনেক বুঝেশুনে জামাকাপড় পরতে হয়। আর বর্ষায় সাদা জামা পরলে তো কথাই নেই। একবার সাদা জামাতে কাদা লেগে গেলে সেই দাগ ছাড়াতে অনেকের দম বেরিয়ে যায়। সাদা জামায় কাদার দাগ খুব জেদি হয়, তা হলে পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে। কিন্তু সঠিকভাবে কয়েকটি উপায় অবলম্বন করলে ঘরে বসেই তা পরিষ্কার করা যায়, কাপড়ের ক্ষতি না করেই। 

১. দাগ শুকোতে দিন

প্রথমে ভেজা কাদার দাগ শুকোতে দিতে হবে। কারণ দাগ ঘষে তুলতে গেলে আরও ছড়িয়ে যাবে। তাই আগে জামাটা শুকিয়ে নিন, যাতে কাদা শক্ত হয়ে যায়।

২. শুকনো কাদা ঝেড়ে ফেলুন

কাদা শুকিয়ে গেলে হাত বা নরম ব্রাশ দিয়ে যতটা সম্ভব জামা থেকে কাদা ঝেড়ে ফেলুন।

৩. দাগ ভিজিয়ে নিন

 এক বালতি গরম (ফুটন্ত নয়) জলে ১ চামচ ডিটারজেন্ট ও হাফ কাপ সাদা ভিনিগার মিশিয়ে জামাটা ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।

৪. দাগে পেস্ট লাগান

 বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে একটি পেস্ট বানান। এরপর সেই পেস্ট কাদার দাগের উপর লাগান। ১৫ মিনিট রেখে নরম ব্রাশ দিয়ে হালকা ঘষুন।

৫. ভাল করে ধুতে হবে

সাধারণভাবে সাবান/ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারেন।

প্রসঙ্গত, বর্ষাকালে যদি বৃষ্টিতে ভেজেন, তা হলে বাইরে থেকে বাড়ি ফিরেই সেই জামাকাপড় ছেড়ে নিতে হবে। পাশাপাশি সম্ভব হলে পরিষ্কার জল দিয়ে গা ধুয়ে নিতে হবে। তা হলে শরীর খারাপ হওয়ার সম্ভবনা কমে।