Cleaning Tips: সাবান ছাড়াই দারুণ কাজ, লেবু-ভিনিগারেই পরিষ্কার হবে রোজ ব্যবহার করা বোতল, কায়দাটা জেনে নিন

বর্তমান সময়ে প্লাস্টিকের বোতল আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। জল থেকে শুরু করে নানা ধরনের পানীয় অনেকে তাতে সংরক্ষণ করে থাকেন। প্লাস্টিকের বোতল পরিষ্কারও জরুরি। সাবান ছাড়াও তা করা যায়। রইল উপায়।

Cleaning Tips: সাবান ছাড়াই দারুণ কাজ, লেবু-ভিনিগারেই পরিষ্কার হবে রোজ ব্যবহার করা বোতল, কায়দাটা জেনে নিন
সাবান ছাড়া জলের প্লাস্টিকের বোতল পরিষ্কারের উপায়Image Credit source: Getty Images

Aug 19, 2025 | 7:45 PM

বর্তমান সময়ে প্লাস্টিকের বোতল আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। জল থেকে শুরু করে নানা ধরনের পানীয় অনেকে তাতে সংরক্ষণ করে থাকেন। তবে বারবার ব্যবহারের ফলে প্লাস্টিকের বোতলের ভেতরে গন্ধ, দাগ এবং জীবাণু জমে যেতে পারে। সাধারণত এগুলো পরিষ্কার করতে সাবান বা লিকুইড সাবান ব্যবহার করা হয়। কিন্তু কিছু ক্ষেত্রে সাবান ব্যবহার না করলেও প্লাস্টিকের বোতল পরিষ্কার করা যায়।

বেশ কিছু প্রাকৃতিক উপায়ে প্লাস্টিকের বোতল পরিষ্কারের উপায় নিম্নে আলোচনা করা হল—

১. গরম জল – প্লাস্টিকের বোতল গরম জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। গরম জল একদিকে জীবাণু দূর করে এবং জমে থাকা তেল বা ময়লার আস্তরণও কিছুটা গলিয়ে দেয়।

২. ভিনিগার – আধা কাপ ভিনিগার বোতলে ঢেলে ভালভাবে ঝাঁকান। প্রায় ১০ মিনিট রেখে দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। ভিনিগার প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে।

৩. বেকিং সোডা – ১ চামচ বেকিং সোডা ও জল মিশিয়ে প্লাস্টিকের বোতলের ভেতরে ঢালতে হবে। এরপর বোতল ঝাঁকিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেললে বোতলের দুর্গন্ধ ও দাগ দুটোই দূর হয়।

৪. লেবুর রস – বোতলে হাফ লেবুর রস এবং অল্প জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। লেবুর অম্লীয় উপাদান জীবাণু নাশ করে ও দুর্গন্ধ দূর করে।

৫. লবণ – মোটা দানার লবণ ও সামান্য জল প্লাস্টিকের বোতলে ভরে দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। এটি ঘষার মতো কাজ করে এবং ভেতরের দাগ সহজে দূর হয়।

৬. চাল ধোওয়ার জল – ভাত ধোওয়ার প্রথম জল প্লাস্টিকের বোতলে ঢেলে ঝাঁকালে বোতলের ভেতরে থাকা তেলতেলে আস্তরণ কমে যায়।

সাবান ছাড়া প্লাস্টিকের বোতল সত্যিই পরিষ্কার করা সম্ভব। ভিনিগার, বেকিং সোডা, লেবু কিংবা লবণের মতো নানা জিনিস ব্যবহার করলে শুধু প্লাস্টিকের বোতল পরিষ্কারই হয় না, বরং জীবাণুমুক্তও থাকে। নিয়মিত এই প্রাকৃতিক পদ্ধতিগুলো অনুসরণ করলে বোতল দীর্ঘদিন ব্যবহারযোগ্য হবে এবং শরীরের জন্যও নিরাপদ থাকবে। যদিও কোনও প্লাস্টিকের বোতল বেশিদিন ব্যবহার করা উচিত নয়। তা হলে নানা শারীরিক সমস্যা দেখা দেয়।