
পুজোর বাদ্যি যেন বেজে গিয়েছে। সেপ্টেম্বরের শেষে মা আসছেন। তার আগে চারিদিকে চলছে তোড়জোড়। পুজোর ক’দিন আগে থেকেই সকলে চায় আয়নার সামনে দাঁড়ালে ত্বক ঝলমলে লাগুক, উজ্জ্বলতা ফুটে উঠুক। দামি কসমেটিক্স না কিনেও কিন্তু ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে ত্বককে করে তোলা যায় দীপ্তিময়। চলুন জেনে নিই তিনটি পরীক্ষিত ও সহজ ফেসপ্যাকের কথা, যেগুলো নিয়ম করে ব্যবহার করলে পুজোর দিনগুলোয় আপনার ত্বক আলাদা উজ্জ্বল হয়ে উঠবে, আকর্ষণীয় লাগবে।
ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে পারে। হলুদ প্রাচীনকাল থেকেই ত্বকচর্চার অমূল্য উপাদান। এতে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট গুণ রয়েছে, যা ত্বকের কালো দাগ হালকা করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা মৃত কোষ পরিষ্কার করে ত্বককে মসৃণ করে। সঙ্গে মধু দিলে ত্বক নরম ও ময়েশ্চারাইজড থাকে।
২ চামচ টক দই, ১ চিমটি হলুদ গুঁড়ো, ১ চা চামচ মধু নিতে হবে। সব একসঙ্গে মিশিয়ে মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে মুখের নিস্তেজভাব কাটবে, ত্বকে আসবে গ্লো।
ট্যান দূর করে এবং ত্বক ডিটক্স করে। রোদে বেরোনোর ফলে ত্বক ট্যান হয়ে যায়, নিস্তেজ লাগে। বেসন ত্বক ডিটক্স করে, লেবুর রস ভেতর থেকে উজ্জ্বল করে, আর গোলাপজল ত্বকে সতেজতা ফিরিয়ে আনে। এই প্যাক বিশেষত তাদের জন্য উপকারী, যারা রোদে অনেকটা সময় কাটান।
২ চামচ বেসন, কয়েক ফোঁটা লেবুর রস, গোলাপজল পরিমাণমতো নিতে হবে। সব মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। তা সমানভাবে মুখে লাগান। শুকিয়ে গেলে হালকা জলে ভিজিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। এর ফলে ট্যান দূর হবে, মৃত কোষ পরিষ্কার হবে, আর ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও টানটান।
এক্সফোলিয়েশন ও হাইড্রেশনের কাজ একসঙ্গে করে। পেঁপেতে থাকা এনজাইম “পাপেইন” ত্বকের গভীরের ময়লা ও মৃত কোষ সরিয়ে দেয়। ফলে ত্বক হয় মসৃণ ও ফর্সা। মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখে, শুষ্কতা দূর করে। এই দুইয়ের মিশ্রণ ত্বকে লাগানো হলে পেয়ে যাবেন ফেস্টিভাল রেডি গ্লো।
২ চামচ পাকা পেঁপে ম্যাশ করা, ১ চা চামচ মধু। এই দুটো উপাদান ভালভাবে মিশিয়ে ২০ মিনিট মুখে রেখে দিন। এরপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এর ফলে ত্বক হবে উজ্জ্বল, দাগ কমবে, আর ত্বক দেখাবে টানটান।
সপ্তাহে অন্তত ২-৩ বার এই প্যাকগুলোর যে কোনও একটি ব্যবহার করতে পারেন। সবসময় ফেসপ্যাক লাগানোর আগে মুখ পরিষ্কার করে নিন। ফেসপ্যাক ব্যবহারের শেষে অবশ্যই ময়েশ্চারাইজার লাগান। যদি ত্বক স্পর্শকাতর হয়, তা হলে আগে হাতে ছোট জায়গায় প্যাচ টেস্ট করে নিন।
উল্লেখ্য, এই তিনটি ফেসপ্যাক নিয়ম করে ব্যবহার করলে পুজোর দিনগুলোয় আলাদা করে সাজগোজ না করলেও আপনার ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল দেখাবে।