
হেলমেট প্রতিদিন ব্যবহার করার ফলে তাতে ঘাম, ধুলো ও ত্বকের তেল জমে দুর্গন্ধ সৃষ্টি হতেই পারে। বিশেষ করে নিয়মিত বাইক চালকদের ক্ষেত্রে এই সমস্যা অত্যন্ত সাধারণ। তাই নির্দিষ্ট সময়ের অন্তরে বাইকের মতোই যত্নের প্রয়োজন আপনার মাথার রক্ষক হেলমেটের। দীর্ঘদিন পরিষ্কার না করলে হেলমেট থেকে এমন একধরনের বাজে গন্ধ ছড়ায় যা পরবর্তীতে মাথার ত্বকেও সমস্যা তৈরি করতে পারে। কিন্তু দুম করে জল দিয়ে তো আর হেলমেট কাচা যায় না। তাহলে কী করবেন?
মাথায় ঘাম হলে তা হেলমেটের লাইনার বা ফোমে শোষিত হয়। বাইরের ধুলাবালি হেলমেটের ভেতরে জমে যায়। ঘামের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং দুর্গন্ধ তৈরি করে। হেলমেট সারাদিন বন্ধ অবস্থায় থাকলে বাতাস চলাচল না হতে পেরেও দুর্গন্ধ সৃষ্টি হতে পারে।
কী ভাবে তা পরিষ্কার করবেন?
১. হেলমেটের ভিতরের লাইনার আলাদা করে ধুয়ে নিন। অধিকাংশ ভাল মানের হেলমেটেই ইনার প্যাড বা লাইনার খোলা যায়। এগুলো হালকা গরম জলে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। ধুয়ে নেওয়ার পর রোদে শুকিয়ে নিন।
২. হেলমেটের বাইরের অংশ একটি নরম কাপড়, সামান্য জল ও হালকা সাবান দিয়ে মুছে নিন। বেশি ঘষাঘষি করবেন না। স্ক্র্যাচ পড়ে যায় এমন কোনও শক্ত ব্রাশ বা স্ক্রাবার ব্যবহার করবেন না।
৩. ভিনেগার এবং বেকিং সোডা ব্যবহার করতে পারেন।যদি হেলমেটের লাইনার না খোলা যায়, তাহলে ভিনিগার এবং জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে হেলমেটের ভিতরে স্প্রে করুন। চাইলে বেকিং সোডাও ছড়িয়ে রাখতে পারেন দুর্গন্ধ দূর করার জন্য। কিছুক্ষণ রেখে পরিষ্কার করে ফেলুন।
৪. অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে ব্যবহার করুন। বাজারে পাওয়া যায় এমন হেলমেট স্পেসিফিক অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে ব্যবহার করলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ হবে এবং দুর্গন্ধ কমবে।
৫. ব্যবহার করা শুকনো চায়ের পাতা এক কাপড়ে বেঁধে হেলমেটের ভিতরে রেখে দিন সারারাত। এটি প্রাকৃতিকভাবে গন্ধ শোষণ করে নেয়।
এছাড়াও প্রতিদিন ব্যবহার করার পর হেলমেট খোলা অবস্থায় শুকনো ও বায়ু চলাচল করে এমন জায়গায় রাখুন। সপ্তাহে অন্তত একদিন হেলমেট রোদে দিন কয়েক ঘণ্টা রাখুন। মাথায় টুপি বা ব্যান্ডানা পরে হেলমেট পরলে ঘাম সরাসরি হেলমেটে লাগবে না। প্রতি ১-২ মাস অন্তর হেলমেট ভালভাবে পরিষ্কার করুন।