ফ্রিজে ময়লা বা দুর্গন্ধের সমস্যা! সমস্যার সমাধানে একটুকরো লেবুই যথেষ্ট

সারা সপ্তাহের বাজার করে ফ্রিজে মজুত করে রাখলেই কাজ শেষ। ফলে এই ফ্রিজের দৌলতে অনেক সহজ হয়েছে জীবন। তবে নিত্য ব্যবহারের ফলে খুব স্বাভাবিকভাবেই ফ্রিজে ময়লা ও দুর্গন্ধ হয়।

ফ্রিজে ময়লা বা দুর্গন্ধের সমস্যা! সমস্যার সমাধানে একটুকরো লেবুই যথেষ্ট

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 13, 2025 | 4:40 PM

রোজকার জীবনে দারুণ প্রয়োজনীয় একটি যন্ত্র হল ফ্রিজ। কর্মব্যস্ত জীবনেকে আরও একটু সহজ করে দিতে সক্ষম বিজ্ঞানের এই আশীর্বাদ। একদিন রান্না করে কয়েকদিন পর্যন্ত খাওয়া যায় ফ্রিজে রেখে। একইভাবে সারা সপ্তাহের বাজার করে ফ্রিজে মজুত করে রাখলেই কাজ শেষ। ফলে এই ফ্রিজের দৌলতে অনেক সহজ হয়েছে জীবন। তবে নিত্য ব্যবহারের ফলে খুব স্বাভাবিকভাবেই ফ্রিজে ময়লা ও দুর্গন্ধ হয়।

অনেকেই ফ্রিজ পরিষ্কার করতে হিমশীম খান। তবে এমনও কিছু ঝক্কি নেই এতে। শুধু জানতে হবে সঠিক উপায়। জানুন কীভাবে ফ্রিজ পরিষ্কার করবেন… ফ্রিজ পরিষ্কার করতে কাজে লাগান লেবু। একটা বাটিতে জল নিন। তাতে কয়েক টুকরো পাতি লেবুর টুকরো দিয়ে দিন। এবার এই জল দিয়ে ফ্রিজ মুছে নিলেই কাজ শেষ।

এছাড়া ব্যবহার করতে পারেন বেকিং সোডাও। একটা পাত্রে জল নিন। তাতে কিছুটা পরিমাণ বেকিং সোডা যোগ করুন। এবার এই মিশ্রণ দিয়ে ফ্রিজ মুছে নিন। আরও ব্যবহার করতে পারেন ভিনিগার। এই ভিনিগারেও দুর্দান্ত পরিষ্কার হয় ফ্রিজ। একটি পাত্রে পরিমাণমতো ভিনিগার নিতে হবে। এবার পরিষ্কার শুকনো একটি কাপড় এতে চুবিয়ে নিয়ে তা দিয়ে ফ্রিজ ঘষে-ঘষে পরিষ্কার করে নিন। নতুনের মতো চকচক করবে।