
অভিনয় হোক বা ডেডিকেশন, বলি অভিনেতা আর. মাধবন সবেতেই অনন্য। সম্প্রতি তিনি নিজের ২১ দিনের মধ্যে ওজন কমানোর গল্প শেয়ার করেছেন। সর্বোপরি মাধবন জানিয়েছেন রোগা হলেও তার জন্যও কোনও দিন জিমে গিয়ে কঠোর পরিশ্রম বা কড়া ডায়েট করতে হয়নি তাঁকে। তাহলে কী ভাবে ওজন ঝরালেন তিনি? ৫৪ বছর বয়সেও নিজেকে কী ভাবে ফিট রাখেন তিনি? নেপথ্যে কোন রহস্য জানেন?
১। ইন্টারমিটেন্ট ফাস্টিং এবং সঠিক খাদ্যাভ্যাস
মাধবন জানিয়েছেন ইন্টারমিটেন্ট ফাস্টিং করতেন তিনি। অর্থাৎ দীর্ঘ সময় গ্যাপ দিয়ে তারপর খাবার খাওয়া। সন্ধেবেলা ৬:৪৫-এর মধ্যে রাতের খাবার খাওয়া শেষ করতেন তিনি। দুপুর ৩টের পর কাঁচা খাবার এড়িয়ে চলতেন। প্রতিটি খাবার ৪৫-৬০ বার চিবিয়ে খেতেন, যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং অতিরিক্ত খাওয়া রোধ করে।
২। পর্যাপ্ত ঘুম এবং স্ক্রিন টাইম কমানো
রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতেন মাধবন। ঘুমানোর ৯০ মিনিট আগে সব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার বন্ধ করতেন। এই অভ্যাস গভীর ও শান্তিপূর্ণ ঘুম নিশ্চিত করে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
৩। পর্যাপ্ত জলপান এবং প্রক্রিয়াজাত খাবার এড়ানো
মাধবন দিনে প্রচুর জল এবং স্বাস্থ্যকর পানীয় পান করতেন। যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং বিপাকক্রিয়া উন্নত করে। প্রক্রিয়াজাত খাবার সম্পূর্ণভাবে এড়িয়ে চলতেন এবং প্রচুর সবজি ও সহজে হজমযোগ্য খাবার খেতেন।
৪। সকালের হাঁটা এবং মানসিক সুস্থতা
প্রতিদিন সকালে দীর্ঘ হাঁটা তাঁর রুটিনের অংশ ছিল, যা শরীরকে সক্রিয় রাখে এবং মানসিক প্রশান্তি প্রদান করে। তিনি মানসিক সুস্থতার উপরও গুরুত্ব দিয়েছেন, যা সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ।
মাধবনের এই অভ্যাসগুলি প্রমাণ করে যে সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত হাঁটা এবং মানসিক সুস্থতা বজায় রেখে শরীরচর্চা ছাড়াও সুস্থ ও ফিট থাকা সম্ভব। তবে, এই ধরনের পরিবর্তন শুরু করার আগে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত