Homemade Hair Oil: বর্ষায় চুল পড়া বন্ধ হবে মাত্র ২ দিনে, এই বিশেষ উপাদান দিয়ে হেয়ার অয়েল বানিয়ে নিন

Aloe Vera for Hair: চুলে কেউ কারি পাতা, নারকেল তেল, মেথি ইত্যাদি ব্যবহার করেন। এগুলো সত্যিই উপকারী। তবে, চুল পড়ার সমস্যা দূর করতে দুর্দান্ত উপযোগী অ্যালোভেরা। ত্বক ও চুলের যাবতীয় সমস্যা দূর করতে অ্যালোভেরা একাই একশো। কিন্তু চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরাকে কীভাবে ব্যবহার করবেন?

Homemade Hair Oil: বর্ষায় চুল পড়া বন্ধ হবে মাত্র ২ দিনে, এই বিশেষ উপাদান দিয়ে হেয়ার অয়েল বানিয়ে নিন

|

Aug 08, 2024 | 2:07 PM

বর্ষাকালে বেশি চুল ওঠে। এ কথা কেউ অস্বীকার করতে পারবে না। যতই ভাল মানের শ্যাম্পু-তেল ব্যবহার করুন না, বৃষ্টিতে চুলের বারোটা বাজবেই। আপনি যদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন, তখনই এড়ানো যায় চুলের সমস্যা। চুলে কেউ কারি পাতা, নারকেল তেল, মেথি ইত্যাদি ব্যবহার করেন। এগুলো সত্যিই উপকারী। তবে, চুল পড়ার সমস্যা দূর করতে দুর্দান্ত উপযোগী অ্যালোভেরা। ত্বক ও চুলের যাবতীয় সমস্যা দূর করতে অ্যালোভেরা একাই একশো। কিন্তু চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরাকে কীভাবে ব্যবহার করবেন? সেই টোটকাও রয়েছে আমাদের কাছে।

অ্যালোভেরার মধ্যে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যাপোনিনের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে। এসব উপাদানগুলো চুলে পুষ্টি জোগায়। চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুল পুনরুদ্ধারে সাহায্য করে। এমনকি চুলের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে অ্যালোভেরা। স্ক্যাল্পের প্রদাহ কমাতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। এই প্রাকৃতিক উপাদানে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি চুলের পড়া কমায় এবং খুশকি প্রতিরোধে সাহায্য করে। এছাড়া চুলে উপর সুরক্ষা কবচ হিসেবে সাহায্য করে।

চুলে চাইলেই আপনি অ্যালোভেরা জেল মাখতে পারেন। তবে, চুলে তেল না মাখলে চুলের সমস্যা দূর করা যায় না। চুল পড়ার সমস্যাকে দূর করতে অ্যালোভেরার তেল ব্যবহার করতে পারেন। তবে, বাজারচলতি হেয়ার অয়েল নয়। বাড়িতে সহজ উপকরণ দিয়ে অ্যালোভেরার তেল বানিয়ে নিন। রইল টিপস।

বাড়িতে বানিয়ে নিন অ্যালোভেরার তেল-

একটি সসপ্যান গরম বসান। এতে ১ কাপ আমন্ড অয়েল কম আঁচে গরম বসান। তেল ফুটতে শুরু করলে অ্যালোভেরা জেল যোগ করুন। অ্যালোভেরা জেল আগে থেকে ফেটিয়ে রাখবেন। কয়েক মিনিট মিশ্রণটি ফোটানোর পর এতে রোজমেরির পাতা মিশিয়ে দিন। মিশ্রণটি ৫ মিনিট কম আঁচে রেখে ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কাচের শিশির উপর সুতির কাপড় রাখুন। এবার অ্যালোভেরার তেলটা ছেঁকে নিন। একদম শেষে শিশিতে যোগ করুন ৮-১০ ফোঁটা রোজমেরির এসেনশিয়াল অয়েল। তৈরি অ্যালোভেরার তেল।

এই ভাবে ব্যবহার করুন অ্যালোভেরার তেল-

স্নান করার ৩০ মিনিট আগে স্ক্যাল্প ও চুলে ভাল করে মালিশ করুন অ্যালোভেরার তেল। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন হোমমেড অ্যালোভেরার তেল। এতেই পাবেন মনের মতো সুন্দর চুল।