Beauty Tips: ট্রেন্ডি DIY ন্যাচারাল মেকআপ, এ বার ঘরেই বানান লিপ টিন্ট ও স্কিন টিন্ট

আজকের বিউটি ট্রেন্ড বলছে, কম মানেই বেশি। ভারী মেকআপে নয়, বরং হালকা গ্লোতে এখনকার প্রজন্ম বেশি স্বচ্ছন্দ। আর ঘরে বানানো এই DIY লিপ টিন্ট ও স্কিন টিন্ট শুধু সৌন্দর্যের ছোঁয়া দিচ্ছে না, বরং এক নতুন বিউটি মুভমেন্ট-এর অংশ হয়ে উঠছে।

Beauty Tips: ট্রেন্ডি DIY ন্যাচারাল মেকআপ, এ বার ঘরেই বানান লিপ টিন্ট ও স্কিন টিন্ট
ট্রেন্ডি DIY ন্যাচারাল মেকআপ, এ বার ঘরেই বানান লিপ টিন্ট ও স্কিন টিন্টImage Credit source: Pinterest

Oct 04, 2025 | 9:28 PM

রূপচর্চার দুনিয়ায় আজকাল নতুন ফ্যাশন শুধু শেড বা লুকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কীভাবে সেই মেকআপ বানানো হচ্ছে, তাও গুরুত্বপূর্ণ। কেমিক্যাল ভর্তি প্রোডাক্টের ভিড়ে এখন অনেকেই ঝুঁকছেন DIY ন্যাচারাল মেকআপ এর দিকে। ট্রেন্ডি হলেও এর সবচেয়ে বড় USP হল এটি সেফ, স্কিন-ফ্রেন্ডলি এবং একদম হাতের কাছে থাকা উপাদান দিয়েই বানানো যায়। এর মধ্যে লিপ টিন্ট ও স্কিন টিন্ট সোশ্যাল মিডিয়ায় একেবারে হট টপিক।

লিপ টিন্ট ও স্কিন টিন্ট কেন এত জনপ্রিয়?

প্রসাধনীতে যখন একের পর এক কেমিক্যাল স্কিনের ক্ষতি করছে, তখন ঘরে বানানো মেকআপ সতেজতা দিচ্ছে। ন্যাচারাল টিন্ট শুধু রঙই আনে না, বরং এটি স্কিনের একরকমের যত্নও বটে। এতে বাজেট ফ্রেন্ডলি ফ্যাক্টরও রয়েছে। আলাদা দামি প্রোডাক্ট না কিনেই লুককে ট্রেন্ডি করে তোলা যায়।

লিপ টিন্ট দেয় ঠোঁটে ন্যাচারাল গোলাপি আভা। যদি ঠোঁটে একটু রঙ চাই, কিন্তু ভারী লিপস্টিক নয়, তা হলে ব্যবহার করুন লিপ টিন্স। এটি কীভাবে বানাবেন? অল্প বিট বা বেদানার রস সামান্য ঘন করে নিন। নারকেল তেল বা ভ্যাসলিন মিশিয়ে ছোট কন্টেইনারে রাখুন। ঠোঁটে লাগালেই পাওয়া যাবে নরম, হাইড্রেটেড আর ন্যাচারাল পিঙ্ক গ্লো।

স্কিন টিন্ট মেকআপ নাকি স্কিনকেয়ার? এর উত্তর দুটোই। বাজারে নামী ব্র্যান্ডের টিন্টেড ক্রিম মিললেও, DIY স্কিন টিন্টের আলাদা আকর্ষণ আছে। কারণ, এটি আপনার স্কিনের সঙ্গে মিশে গিয়ে দেয় একদম ন্যাচারাল গ্লো। কীভাবে বানাবেন স্কিন টিন্ট? অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা বাদাম বা জোজোবা অয়েল মেশান। এরপর নিজের স্কিন টোন অনুযায়ী সামান্য কোকো পাউডার দিন। ভাল করে মিশিয়ে নিন। এই প্রক্রিয়া হয়ে গেলেই আপনার কাস্টমাইজড স্কিন টিন্ট তৈরি।

মাথায় রাখবেন—

ঠোঁটে লাগানোর আগে লিপ এক্সফোলিয়েট করে নিন। তা হলে টিন্ট দীর্ঘস্থায়ী হবে। আর স্কিন টিন্ট বানাতে পাউডার একবারে না দিয়ে ধীরে ধীরে মেশান, তাহলে টোন একেবারে পারফেক্ট হবে। সবসময় পরিষ্কার কন্টেইনার ব্যবহার করুন, আর ফ্রিজে রাখলে শেলফ লাইফ বেড়ে যাবে।

আজকের বিউটি ট্রেন্ড বলছে, কম মানেই বেশি। ভারী মেকআপে নয়, বরং হালকা গ্লোতে এখনকার প্রজন্ম বেশি স্বচ্ছন্দ। আর ঘরে বানানো এই DIY লিপ টিন্ট ও স্কিন টিন্ট শুধু সৌন্দর্যের ছোঁয়া দিচ্ছে না, বরং এক নতুন সাস্টেইনেবল বিউটি মুভমেন্ট-এর অংশ হয়ে উঠছে।