
শীতকাল আসছে মানেই ত্বক এবং ঠোঁটের জন্য বাড়তি যত্নের প্রয়োজন। বাজারের রাসায়নিকযুক্ত লিপ বামের বদলে, এ বার সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে লিপ বাম (DIY Lip Balm) তৈরি করে নিতে পারেন। যা শুধু আপনার ঠোঁটকে গভীর আর্দ্রতাই দেবে না, সঙ্গে এটি ঠোঁট ফাটা, কালো ছোপ এবং শুষ্কতার মতো সমস্যাও দূর করবে। চলুন, জেনে নিই কীভাবে সহজে সেরা প্রাকৃতিক লিপ বাম তৈরি করবেন এবং এর উপকারিতা কী।
গরম করার প্রস্তুতি: একটি হিটপ্রুফ কাঁচের বাটি নিন এবং ডাবল বয়লার পদ্ধতিতে মোম গলানোর ব্যবস্থা করুন। একটি বড় পাত্রে জল গরম করে, তার উপরে কাঁচের বাটিটি বসিয়ে দিন।
গলিয়ে নিন: কাঁচের বাটিতে গ্রেট করা মোম ও নারকেল তেল একসঙ্গে নিন। মোম ও তেল সম্পূর্ণ গলে গিয়ে ভালভাবে মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
মিশ্রণ তৈরি: মিশ্রণটি পুরোপুরি গলে গেলে আঁচ থেকে নামিয়ে নিন। এবার তাতে মধু এবং ভিটামিন ই ক্যাপসুল ভেঙে তার তেল মিশিয়ে দিন। যদি ব্যবহার করতে চান, তবে এসেনশিয়াল অয়েল যোগ করুন।
ঠান্ডা করা: মিশ্রণটি দ্রুত একটি পরিষ্কার খালি লিপ বামের পাত্র বা ছোট কাঁচের শিশিতে ঢেলে দিন।
জমতে দিন: পাত্রটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কয়েক ঘণ্টা রেখে দিন, অথবা দ্রুত জমানোর জন্য ২০-৩০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। জমে গেলেই হ্যান্ডমেড লিপ বাম তৈরি।