Roof Garden: ছাদ বাগান বানানোর প্ল্যান করছেন? জেনে নিন কী করবেন আর কী করবেন না

আপনি কি ছাদ বাগান বানানোর পরিকল্পনা করছেন? ছাদ বাগান করতে গেলে কিছু নিয়মকানুন অতি অবশ্যই মাথায় রাখা জরুরি। না হলে আনন্দের জায়গায় ঝামেলাই বাড়বে। আর ছাদ বাগান হয়ে উঠবে যন্ত্রণার সমান।

Roof Garden: ছাদ বাগান বানানোর প্ল্যান করছেন? জেনে নিন কী করবেন আর কী করবেন না
ছাদ বাগান বানানোর প্ল্যান করছেন? জেনে নিন কী করবেন আর কী করবেন নাImage Credit source: Getty Images

Sep 08, 2025 | 8:11 PM

আজকের কংক্রিটের শহরে সবুজের ছোঁয়া খুঁজে পাওয়া বিরাট চাপের। কিন্তু প্রকৃতি প্রেমীদের জন্য এক দারুণ সমাধান হল ছাদ বাগান। এটি শুধু শখেই বানানো নয়, এটি দেয় মানসিক শান্তি, বিশুদ্ধ বাতাস আর নিজের হাতে ফলানো শাকসবজি খাওয়ার আনন্দ। তবে ছাদ বাগান করতে গেলে কিছু নিয়মকানুন অতি অবশ্যই মাথায় রাখা জরুরি। না হলে আনন্দের জায়গায় ঝামেলাই বাড়বে। আর ছাদ বাগান হয়ে উঠবে যন্ত্রণার সমান।

ছাদ বাগান শুরুর আগে যা মাথায় রাখবেন

  • ছাদ মজবুত কি না যাচাই করতে হবে। ছাদে বাগান করার আগে ইঞ্জিনিয়ার বা মিস্ত্রির কাছ থেকে নিশ্চিত হয়ে নিন ছাদে কতটা ওজন বহন করার ক্ষমতা আছে।
  • ওয়াটারপ্রুফিং অবস্থা চেক করতে হবে। গাছের টব বা মাটি থেকে জল চুঁইয়ে ছাদে সিপেজ না হয়, তার জন্য ওয়াটারপ্রুফ লেয়ার করিয়ে নিন।
  • ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখতে হবে। অতিরিক্ত জল বের হয়ে যাওয়ার রাস্তা না থাকলে গাছ যেমন নষ্ট হবে, ছাদও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ছাদ বাগান তৈরির ধাপে ধাপে নির্দেশিকা

১. প্রথমে প্রয়োজন পরিকল্পনা

ছাদ বাগানে কী কী গাছ লাগাবেন, কত জায়গা দেবেন এর একটা খসড়া বানিয়ে ফেলতে হবে। শাকসবজি, ফুল, ফলগাছ প্রয়োজন অনুযায়ী ভাগ করে নিতে হবে।

২. টব ও কন্টেনার বাছাই

মাটির টব, ড্রাম, গ্রো ব্যাগ সবই ব্যবহার করা যায়। হালকা ও মজবুত জিনিস বেছে নিন যাতে ছাদে চাপ কম পড়ে।

৩. মাটি প্রস্তুত করুন

২ অংশ বাগানের মাটি, ১ অংশ গোবর সার/কম্পোস্ট, আর ১ অংশ বালি মিশিয়ে মাটি তৈরি করুন। চাইলে অল্প পরিমাণ নারকেলের ছোবড়া কুচি মেশাতে পারেন, এতে আর্দ্রতা বজায় থাকবে।

৪. গাছ লাগানো শুরু করুন

লঙ্কা, টম্যাটো, ঢেঁড়শ, পালং, ধনেপাতা এই সকল গাছ দিয়ে শুরু করতে পারেন ছাদ বাগান। যে গাছ গুলো সহজে বাড়ে। এরপর ধীরে ধীরে ফুল ও ফলগাছ বানানোর দিকে মন দিতে পারেন।

৫. নিয়মিত যত্ন নিন

সকালে বা বিকেলে জল দিন। সপ্তাহে একদিন জৈব সার ব্যবহার করুন। সময় সময় অন্তর আগাছা তুলে ফেলুন আর গাছের পাতায় পোকামাকড় আছে কি না সেটা খেয়াল রাখুন।

লতা জাতীয় গাছের জন্য ট্রেলিস বা নেট ব্যবহার করুন। ছাদের এক কোণে বৃষ্টির জল জমিয়ে রাখার ব্যবস্থা করলে জল বাঁচানো যায়। ছাদ বাগান মানে শুধু যেহেতু শখ মেটানো নয়, তাই এটা আসলে এক টুকরো নিজস্ব স্বর্গ। সবুজ গাছপালা শুধু বাড়িকে ঠান্ডা রাখে না, যে কারও মনকেও সতেজ করে তোলে। সঠিক পরিকল্পনা ও যত্নে আপনার ছাদই হয়ে উঠতে পারে শহরের মাঝেই এক টুকরো বাগানবাড়ি।