Home Decor Tips: বইয়ের শখ? বাড়িতেই এই উপায়ে বানান ছোট্ট লাইব্রেরি

বই পড়া যাঁদের বরাবরের শখ তাঁদের সকলের মনের সুপ্ত ইচ্ছা ঘরের এক কোণে নিজের একটা বই রাখার লাইব্রেরি। তা সে ছোট হোক বা বড়। তবে অনেকেই বাড়িতে জায়গার অভাবে আর সেই শখ পুরণ করতে পারেন না। তবে চিন্তা নেই ছোট জায়গায়তেও কিন্তু একটা ছোট্ট লাইব্রেরি হতেই পারে। কী ভাবে? এই প্রতিবেদনে রইল টিপস।

Home Decor Tips: বইয়ের শখ? বাড়িতেই এই উপায়ে বানান ছোট্ট লাইব্রেরি

Jul 18, 2024 | 3:49 PM

এমনিতে এখন ডিজিটাল যুগ। যাঁরা বই পড়তে ভালবাসেন তাঁরাও বেশিরভাগ বই পড়েন মোবাইল অথবা ল্যাপটপে। তবু এখনও বহু মানুষ আছেন যাঁদের পড়তে বসে
নিজের হাতে বইয়ের পাতা না উল্টোলে চলে না।
পুরনো হোক বা নতুন বই সবার যেন একটা নিজস্ব গন্ধ রয়েছে। তাই বই পড়া যাঁদের বরাবরের শখ তাঁদের সকলের মনের সুপ্ত ইচ্ছা ঘরের এক কোণে নিজের একটা বই রাখার লাইব্রেরি। তা সে ছোট হোক বা বড়। তবে অনেকেই বাড়িতে জায়গার অভাবে আর সেই শখ পুরণ করতে পারেন না।

তবে চিন্তা নেই ছোট জায়গায়তেও কিন্তু একটা ছোট্ট লাইব্রেরি হতেই পারে। কী ভাবে? এই প্রতিবেদনে রইল টিপস।

সাধারণত বইয়ের র‍্যাক বসার ঘরে রাখতেই ভালবাসেন মানুষ। তাতে দেখতেও সুন্দর লাগে। সোফার বিপরীত দেওয়ালে যদি টিভি ইউনিট তৈরি করান তা হলে দু-পাশে রাখতে পারেন বই রাখার জায়গা। আবার পুরোটাই একটা ইউনিট হতে পারে।

বসার ঘরের অনান্য দেওয়ালগুলোতেও বইয়ের তাক করা যেতেই পারে। বক্স শো কেস বা অন্য কোনও ডিজাইন বেছে নিতে পারেন লাইব্রেরির ডিজাইন হিসাবে। তবে শো কেস বদলে ‘ওপেন র‍্যাক’ করাতে পারেন। তাতে একটা আধুনিক ছোঁয়া থাকবে।

মনে রাখবেন বইয়ের র‍্যাকের মোটামুটি আদর্শ মাপ হওয়া উচিত গভীরতায় আট ইঞ্চি এবং উচ্চতায় এক ফুটের মতো। তবে আপনি আপ্নারর প্রয়োজন এবং জায়গা অনুযায়ী ছোট বা বড় মাপের তাকও বানিয়ে নিতে পারেন।

বাড়িতে বই রাখার জন্য নানা রকম জায়গা বার করে নেওয়া যায়। ধরুন সোফার পাশে সাইড টেবিলে নীচের অংশে দুটি তাক বানিয়ে পছন্দের কয়েকটি বই রেখে দিন। আবার এখন ‘ফ্ল্যাট কালচারের’ যুগ। ডাইনিং স্পেস এবং ড্রয়িং রুম আলাদা করতে বানিয়ে নিতে পারেন একটা তাকের মতো ‘ডিভাইডার’। সেখানেও রাখতে পারেন বই

অনেকেই শখ করে বাড়িতে মিনি বার তৈরি করেন! সেখানেই বারের সঙ্গে ছোট্ট বই রাখার জায়গা হতেই পারে। বেশ নজরকাড়া এবং অন্য রকম হবে।

বই পড়ার জন্যে শান্ত, নিরিবিলি জায়গা চান অনেকেই। তাতে প্রকৃতির ছোঁয়া থাকলে আরও ভাল। ছাদে বা বাগানের মধ্যে গ্লাস হাউস থাকলে সেই ঘরেও বানিয়ে নিতে পারেন ছোট্ট একটা লাইব্রেরি। টানা বইয়ের তাক কিংবা ছোট ছোট আলাদা র‍্যাক বা ক্যাবিনেট। সঙ্গে থাক স্টাডি টেবিল আর চেয়ার। বাড়ি বা ফ্ল্যাটে বেশ একাধিক বাড়তি ঘর থাকলে তার একটিতে ছোট লাইব্রেরি বানিয়ে ফেলতেই পারেন অনায়াসে।