Unwanted Facial Hair: ঠোঁটের উপর অবাঞ্ছিত রোম? পার্লারের ওয়াক্সিং ছাড়ুন, ঘরোয়া টিপসেই মিলুক সহজ সমাধান

আয়নায় তাকিয়ে হঠাৎ ঠোঁটের উপর ছোট ছোট রোম চোখে পড়লে অনেকে অস্বস্তিতে পড়েন। যদিও এটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তবে এমনটা হলে চেহারার সৌন্দর্যে অনেকেরই বিরক্তি তৈরি হয়।

Unwanted Facial Hair: ঠোঁটের উপর অবাঞ্ছিত রোম? পার্লারের ওয়াক্সিং ছাড়ুন, ঘরোয়া টিপসেই মিলুক সহজ সমাধান
ঠোঁটের উপর অবাঞ্ছিত রোম? ঘরোয়া টিপসেই মিলুক সহজ সমাধানImage Credit source: mariakraynovasrb / 500pxPlus/Getty Images

Aug 30, 2025 | 5:52 PM

আয়নায় তাকিয়ে হঠাৎ ঠোঁটের উপর ছোট ছোট রোম চোখে পড়লে অনেকে অস্বস্তিতে পড়েন। যদিও এটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তবে এমনটা হলে চেহারার সৌন্দর্যে অনেকেরই বিরক্তি তৈরি হয়। আর সৌন্দর্যে অনাকাঙ্ক্ষিত ঝামেলা কে চায় বলুন তো! পার্লারের দ্রুত সমাধান থাকে ঠিকই, কিন্তু ওয়াক্সিং বা থ্রেডিং করলে যন্ত্রণাও হয়। তাই ঘরে বসেই কয়েকটি প্রাকৃতিক উপায়ে এই ঝামেলা সামলানো সম্ভব। নিম্নে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

১. চিনি ও লেবু দিয়ে বাড়িতে ওয়াক্স – চিনি হালকা গরম করে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। ঠাণ্ডা হলে পাতলা স্তর ঠোঁটের উপর লাগান। শুকালে আলতোভাবে ঘষে তুলুন। এটি প্রাকৃতিক ওয়াক্সের মতো কাজ করে।

২. বেসন-হলুদ প্যাক – বেসন, হলুদ ও সামান্য দুধ মিশিয়ে একখানা ঘন পেস্ট বানান। ঠোঁটের উপর লাগিয়ে শুকালে উল্টো দিক দিয়ে ঘষে তুলুন। নিয়মিত করলে রোম পাতলা হয় ও নতুন রোম গজানো ধীরে আসে।

৩. ডিমের মাস্ক – ডিমের সাদা অংশ, সামান্য চিনি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে শুকিয়ে গেলে আস্তে আস্তে টেনে তুলুন। এর সঙ্গে হালকা রোম উঠে যাবে।

৪. ওটস ও মধুর স্ক্রাব – ওটস গুঁড়ো করে তাতে মধু মিশিয়ে স্ক্রাব বানান। ঠোঁটের উপর গোল করে ঘষে ধুয়ে ফেলুন। এটি অবাঞ্ছিত রোম হালকা করে এবং ত্বক মসৃণ রাখে।

৫. আলুর রস ও ডালের প্যাক – এক মুঠো হলুদ মসুর ডাল ভিজিয়ে পেস্ট বানিয়ে তাতে আলুর রস মেশান। ঠোঁটের উপর লাগিয়ে শুকালে ঘষে তুলুন। এটি চুল হালকা করে ও ধীরে ধীরে রোম কমাতে সাহায্য করে।

সপ্তাহে ২–৩ বার ঘরোয়া প্যাক ব্যবহার করলে ধীরে ধীরে ফল পাওয়া যায়। আর তা ব্যবহার করার আগে সবসময় ছোট জায়গায় প্যাচ টেস্ট করুন। ঠোঁটের উপর ত্বক সংবেদনশীল, তাই ঘষাঘষি খুব জোরে করবেন না। রেজার দিয়ে ঠোঁট শেভ না করাই শ্রেয়। এতে রোম দ্রুত ও মোটা হয়ে গজায়। অতিরিক্ত কেমিক্যালযুক্ত ক্রিম দিয়ে রোম তুলবেন না। তা করলে সংবেদনশীল ত্বকে জ্বালা করতে পারে।

ঠোঁটের উপরে থাকা অবাঞ্ছিত রোম দূর করতে পার্লারের উপর যে নির্ভর করতেই হবে, এমন নয়। ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে নিয়মিত যত্ন নিলে এই ঝামেলা অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়। মনে রাখবেন, ধৈর্য ও নিয়মিত যত্নই হল সবচেয়ে বড় সৌন্দর্যের গোপন রহস্য।