
বর্ষাকাল মানেই ভেজা রাস্তা, আর্দ্র আবহাওয়া আর হঠাৎ বৃষ্টির ঝাপটা। এই মরসুমে সাজগোজ টিকিয়ে রাখা অনেকের কাছেই দুঃস্বপ্নের মতো। ঘেমে যাওয়া ত্বক, আর্দ্র বাতাস আর বৃষ্টির জল— সব মিলিয়ে লিপস্টিক থেকে আইলাইনার, কিছুই যেন ঠিকমতো থাকে না। তবে একটু স্মার্ট প্রোডাক্ট বেছে নেওয়া আর কিছু টেকনিক ব্যবহার করলেই সম্ভব ফ্রেশ ও লং-লাস্টিং মেকআপ ধরে রাখা। এ বছর দুর্গা পুজোর সময় প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে। এমনটা সত্যিই যদি হয়, তা হলে এই টিপস আপনার দারুণ কাজে লাগবে।
অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। যাতে ত্বক আর্দ্র থাকে কিন্তু তেলতেলে না দেখায়। সেই সঙ্গে প্রাইমার লাগানো জরুরি। এটি লাগালে মেকআপ বৃষ্টির আর্দ্রতা থেকেও রক্ষা পায়।
ফাউন্ডেশনের বদলে BB/CC ক্রিম বা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করুন। ভারী লেয়ার এড়িয়ে হালকা, লং-লাস্টিং বেস রাখুন। সেট করার জন্য ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন।
ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা ব্যবহার করুন। ক্রিম-বেসড আইশ্যাডো বা পেন্সিল আইশ্যাডো দীর্ঘস্থায়ী হয়, পাউডারজাত দ্রব্য ভিজে সহজে গলে যায়।
ম্যাট বা লিকুইড লিপস্টিক বেছে নিন, যা ট্রান্সফার-প্রুফ। গ্লসি লিপস্টিক বর্ষায় টিকবে না, তাই এড়িয়ে চলুন।