Hair Care Tips: কালো, ঘন ও নতুন চুলের জন্য হাপিত্যেশ করার দিন শেষ! এক কোয়া রসুনেই হবে ‘ম্যাজিক’

Garlic in Hair Care: পুরুষ-মহিলা নির্বিশেষে অনেকে চুলের সমস্যার জন্য অনেক রকম ট্রিটমেন্ট করান। তবে তা না করিয়ে হেঁশেলে ঢুঁ মারতে পারেন। আসলে কমবেশি সকলের বাড়ির রান্নাঘরে থাকে রসুন। যা সঠিক উপায়ে ব্যবহার করলে কালো, ঘন ও নতুন চুলের জন্য আর হাপিত্যেশ করতে হবে না।

Hair Care Tips: কালো, ঘন ও নতুন চুলের জন্য হাপিত্যেশ করার দিন শেষ! এক কোয়া রসুনেই হবে ম্যাজিক
Hair Care Tips: কালো, ঘন ও নতুন চুলের জন্য হাপিত্যেশ করার দিন শেষ! এক কোয়া রসুনেই হবে 'ম্যাজিক' Image Credit source: Getty Images

Aug 26, 2025 | 8:01 PM

ভ্রমরের মতো কালো, ঘন ও উজ্জ্বল চুল কে না চায়! কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না। আজকাল ঘরে ঘরে সকলের মধ্যে একটা সমস্যা খুবই কমন। তা হল চুল পড়ার সমস্যা। আর এটাও বলে রাখা ভাল, শুধু মহিলাদেরই যে চুল পড়ার সমস্যা গুরুতর আকার নিচ্ছে, তা নয়। প্রচুর পুরুষ আজকাল চুল পড়ার সমস্যায় ভুগছেন। পুরুষ-মহিলা নির্বিশেষে অনেকে চুলের সমস্যার জন্য অনেক রকম ট্রিটমেন্ট করান। তবে তা না করিয়ে হেঁশেলে ঢুঁ মারতে পারেন। আসলে কমবেশি সকলের বাড়ির রান্নাঘরে থাকে রসুন। যা সঠিক উপায়ে ব্যবহার করলে কালো, ঘন ও নতুন চুলের জন্য আর হাপিত্যেশ করতে হবে না।

রসুনের পুষ্টিগুণ — রসুনে থাকা সালফার, ভিটামিন সি, বি৬, ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম চুলের গোড়া মজবুত করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং স্ক্যাল্পে পুষ্টি জোগায়। সঠিকভাবে ব্যবহার করলে এটি চুল পড়া কমাতে ও নতুন চুলের বৃদ্ধিতে সাহায্য করতে পারে।

চুলের জন্য রসুনের উপকারিতা:-

  • রক্ত সঞ্চালন বাড়ায়: স্ক্যাল্পে রক্ত প্রবাহ বাড়ায়, যা চুলের ফলিকল সক্রিয় করে।
  • অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ: খুশকি ও ফাঙ্গাল সংক্রমণ কমায়।
  • প্রাকৃতিক কালো রং বজায় রাখতে সহায়ক: ভিটামিন ও মিনারেল চুলের পুষ্টি বাড়িয়ে চুলের স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করে।

কীভাবে রসুন ব্যবহার করবেন?

রসুন তেল – ৬-৭ কোয়া রসুন কুচি করে ৪-৫ টেবিল চামচ নারকেল বা অলিভ অয়েলে হালকা আঁচে গরম করুন। রসুন বাদামি হতে শুরু করলে নামিয়ে ঠান্ডা করুন ও ছেঁকে তেল সংরক্ষণ করুন। সপ্তাহে ২-৩ বার স্ক্যাল্পে হালকা মালিশ করতে হবে। ৩০–৪০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।

রসুন পেস্ট বা রস – রসুন বেটে বা ব্লেন্ড করে রস বের করে টাক হওয়া এলাকায় লাগাতে পারেন। ১৫-২০ মিনিট রেখে ভালভাবে ধুয়ে ফেলতে হবে। অতিরিক্ত ঝাঁজ কমাতে অ্যালোভেরা জেল বা মধুর সঙ্গে মিশিয়ে লাগানো যেতে পারে।

অন্যান্য ভেষজের সঙ্গে মিশিয়েও রসুন তেল লাগাতে পারেন। আসলে রসুন তেলের সঙ্গে ভৃঙ্গরাজ তেল, আমলা বা পেঁয়াজের রস মিশিয়ে লাগালে কার্যকারিতা বাড়ে। রসুন ত্বকে ঝাঁজালো অনুভূতি দিতে পারে। তাই প্যাচ টেস্ট করতে হবে। আর ক্ষত বা কেটে যাওয়া জায়গায় লাগাবেন না। ভাল ফল পেতে নিয়মিত ২-৩ মাস ব্যবহার করতে হবে।