Gourd Face Pack: শুধু খেলেই নয়, মাখলেও দেবে কাজ, লাউয়ের এই গুণ জানলে চমকে যাবেন

লাউ অবশ্য শুধু শরীর ঠান্ডা রাখে না, পাশাপাশি ত্বকের যত্নেও এটি খুব উপকারী। লাউ দিয়ে ফেসপ্যাক বানিয়ে দেখুন, ত্বকের জেল্লা উপচে পড়বে।

Gourd Face Pack: শুধু খেলেই নয়, মাখলেও দেবে কাজ, লাউয়ের এই গুণ জানলে চমকে যাবেন
শুধু খেলেই নয়, মাখলেও দেবে কাজ, লাউয়ের এই গুণ জানলে চমকে যাবেনImage Credit source: Pinterest, Freepik

Aug 06, 2025 | 7:07 PM

লাউ এমন একখানা সবজি যা শরীরকে ঠান্ডা রাখে। অনেকে লাউ খেতে ভালবাসেন। উল্টোটাও রয়েছে, খাবার পাতে লাউ দেখলে কেউ কেউ অন্য রাস্তা ধরেন। তবে এই সবজি ওজন কমাতে বেশ কার্যকরী। লাউ অবশ্য শুধু শরীর ঠান্ডা রাখে না, পাশাপাশি ত্বকের যত্নেও এটি খুব উপকারী। লাউয়ের মধ্যে রয়েছে জলীয় অংশ, ভিটামিন C, অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও রুক্ষতা কমাতে সাহায্য করে। শুনতে অবাক লাগলেও এই সবজি দিয়ে যদি ফেসপ্যাক বানিয়ে মুখে মাখেন, তা হলে ত্বক করবে চকচক।

কীভাবে বানাবেন লাউ দিয়ে ফেসপ্যাক?

যাদের তৈলাক্ত ত্বক, তারা লাউ ও মুলতানি মাটির প্যাক বানাতে পারেন। ২ চামচ লাউ কুরোনো বা রস নিতে হবে। ১ চামচ মুলতানি মাটি নিন। কয়েক ফোঁটা গোলাপজল মেশান। সব উপকরণ মিশিয়ে একটি মিহি পেস্ট বানান। তা মুখে লাগিয়ে ১৫–২০ মিনিট রাখুন। এটি মুখে শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের অতিরিক্ত তেল কমায়, ব্রণ প্রতিরোধ করে।

যাদের ড্রাই স্কিন, তারা লাউ ও দইয়ের প্যাক বানাতে পারেন। ২ চামচ লাউ বাটা, ১ চামচ টক দই, সামান্য মধু নিতে হবে। সব উপকরণ মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে ত্বকে আর্দ্রতা ফেরে ও রুক্ষ ভাব দূর হয়।

ত্বকের উজ্জ্বল ভাব বাড়াতে চাইলে লাউ ও বেসনের ফেস প্যাক ব্যবহার করতে পারেন। ১ চামচ লাউয়ের রস নিন। সঙ্গে ১ চামচ বেসন মেশান। ১/২ চামচ লেবুর রস দিন। একটি পেস্ট তৈরি করে মুখে লাগান। ১৫ মিনিট পর তা ধুয়ে ফেলুন। এর ফলে ত্বকের ট্যান দূর হয় ও উজ্জ্বলতা বাড়ে।

স্পর্শকাতর ত্বক হলে লাউ ও অ্যালোভেরা প্যাক লাগাতে পারেন। নিতে হবে ২ চামচ লাউয়ের রস, সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল। দুটো মিশিয়ে হালকা হাতে মুখে লাগান। ১৫–২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে ত্বক ঠান্ডা হয়, জ্বালা বা র‍্যাশ কমে।

বিশেষ দ্রষ্টব্য- এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।