
পুজোর আগে পার্লারে গিয়ে অনেকেই ভিড় জমান। খসতে থাকে গ্যাঁটের কড়ি। সেটা যদি কেউ না চান, তা হলে বাড়িতেই নিজের ত্বকের যত্ন নিতে পারেন। ত্বকের জেল্লা ফেরাতে মুলতানি মাটি (Multani Mitti) একটি অসাধারণ প্রাকৃতিক উপাদান। এটি ত্বককে পরিষ্কার করে, উজ্জ্বলতা বাড়ায় এবং অতিরিক্ত তেল শোষণ করে। এখানে কয়েকটি সহজ ও কার্যকরী উপায় দেওয়া হল, যা যে কেউ পুজোর আগে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন।
মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। কারণ এটি ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা শোষণ করে।
কী দিয়ে বানানো হবে এই ফেস প্যাক? মুলতানি মাটি ২ চামচ, গোলাপ জল ২-৩ চামচ।
ব্যবহারের নিয়ম: একটি বাটিতে মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। তা শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে তেলমুক্ত করবে ও সতেজ রাখবে।
যাদের ত্বক শুষ্ক, তাদের মুলতানি মাটির সঙ্গে ময়েশ্চারাইজিং উপাদান মেশানো উচিত।
কী দিয়ে বানানো হবে এই ফেস প্যাক? মুলতানি মাটি ২ চামচ, দুধ ১ চামচ, মধু ১/২ চামচ।
ব্যবহারের নিয়ম: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বককে শুষ্ক না করে কোমল ও উজ্জ্বল করবে।
মুলতানি মাটিতে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ থাকে, যা ব্রণ কমাতে সাহায্য করে।
কী দিয়ে বানানো হবে এই ফেস প্যাক? মুলতানি মাটি ১ চামচ, নিম পাউডার ১ চামচ, গোলাপ জল পরিমাণমতো।
ব্যবহারের নিয়ম: সব উপকরণ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি শুধুমাত্র ব্রণের উপরে বা পুরো মুখেও লাগাতে পারেন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে ব্রণ কমে আসবে।
ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে এই ফেস প্যাকটি খুব কার্যকরী।
কী দিয়ে বানানো হবে এই ফেস প্যাক? মুলতানি মাটি ২ চামচ, চন্দন গুঁড়ো ১ চামচ, গোলাপ জল বা টম্যাটোর রস পরিমাণমতো।
ব্যবহারের নিয়ম: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মুখে ও গলায় লাগান। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বককে শীতল করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে।