
কমবেশি সকলের বাড়িতে যে সকল ফল আনা হয়, তার মধ্যে পাকা পেঁপে অন্যতম। দেখতে যতটা সহজ-সরল, ত্বকের যত্নে এই ফল ঠিক ততটাই কার্যকর। নিয়মিত পাকা পেঁপে খাওয়ার পাশাপাশি সরাসরি ত্বকে ব্যবহার করলে এটি হতে পারে প্রাকৃতিক বিউটি ট্রিটমেন্ট। পেঁপেতে থাকা ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিডেন্ট আর বিশেষ এনজাইম পাপেইন ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে, ত্বকের দাগ-ছোপ হালকা করে, এমনকি বয়সের ছাপও কমিয়ে আনে। বাজারের দামি কেমিক্যাল ক্রিম যেখানে অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে, সেখানে পাকা পেঁপে সম্পূর্ণ নিরাপদ। তাই বলা হয়, যৌবনের গোপন রহস্য লুকিয়ে আছে এক টুকরো পাকা পেঁপেতে।
যাদের ত্বক অতিসংবেদনশীল, তারা আগে হাতের উপর অল্প লাগিয়ে প্যাচ পরীক্ষা করে নিন। মাথায় রাখবেন লেবুর রস মিশিয়ে পাকা পেঁপে ব্যবহার করলে রোদে বেরনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।