
প্রিয়জনকে ভালোবাসার অনুভূতি প্রকাশ করার জন্য গোলাপ ফুল অনেকেই দেন। এ বার আপনার প্রিয়জনের ত্বকের কথা ভেবে তার হাতে তুলে দিতে পারেন গোলাপ ফুল। কারণ, গোলাপ ফুল ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি দিতে পারে। বর্ষাকালে ত্বকের সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন গোলাপ জল। এ ছাড়াও গোলাপ জল এমন একখানা প্রাকৃতিক উপাদান, যা সারা বছরের যে কোনও সময় ত্বকের যত্নে কাজ করে।
বর্ষা মানেই ত্বকের সংক্রমণ যেন লেগেই রয়েছে। এই বর্ষায় আপনার ত্বকের সমস্যা থেকে নিস্তার দিতে পারে গোলাপ জল। ভাবছেন নিশ্চয়ই গোলাপ জলের ভূমিকা কী? আসলে বৃষ্টির দিনে কারও কারও ওপেন পোরস, ব্রণ হয়, এমনকী, ত্বক তৈলাক্তও হয়। আর এই সকল সমস্যা খুব সহজেই দূর করে গোলাপ জল। এটি যে কারও রোমকূপে জমে থাকা সব ধুলো-ময়লা, অতিরিক্ত তেল পরিষ্কার করে দিতে পারে।
কমবেশি সকলের ত্বকেই গোলাপ জল ব্যবহার করা যায়। একদিকে গোলাপ জল যেমন ত্বক থেকে অতিরিক্ত তেল পরিষ্কার করে, তেমনই ত্বকে আর্দ্রতাও জোগায়। পাশাপাশি ব্রণর সমস্যা কমায়। ত্বক থেকে ব্যাকটেরিয়াও দূর করতে পারে গোলাপ জল।
নিয়মিত কেউ মুখে গোলাপ জল যদি মাখে তা হলে ত্বকের বার্ধক্য দূর হয়। বলিরেখা, দাগছোপ, সূক্ষ্মরেখার হাত থেকেও ত্বককে রক্ষা করতে পারে গোলাপ জল। পাশাপাশি অকাল বার্ধক্যের হাত থেকে বাঁচার জন্য গোলাপ জল মাখুন। বর্ষা হোক বা অন্য কোনও সময় গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। তা হলে পিএইচ ব্যালেন্স বজায় থাকবে। গোলাপ জল সরাসরি ত্বকে ব্যবহার করতে পারেন। এ ছাড়া একটি কটন বলে গোলাপ জল দিয়ে মুখে বুলিয়ে নিতে পারেন। এ ছাড়া রয়েছে ফেসপ্যাক। অ্যালোভেরা জেল, মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল দিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগালে ত্বকের স্বাস্থ্য ভালো হয়, ত্বক উজ্জ্বল হয়।