Shikakai for Healthy Hair: চুল উঠে টাক উঁকি মারছে? এভাবে শিকাকাই মাখলে আর শ্যাম্পুর দরকার নেই
Home Remedies: শিকাকাই চুলে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। চুলের গোড়ায় জমে থাকা ময়লা, তেল, ব্যাকটেরিয়াকে পরিষ্কার করে দেয়। এতে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায়, খুশকি ও চুলকানি কমে এবং চুলের সমস্যা এড়ানো যায়। চুলের যত্নে শ্যাম্পু-কন্ডিশনার ছেড়ে শিকাকাইয়ের সাহায্য নিন।

বর্ষাকালে চুলের হাজারো সমস্যা দেখা দেয়। মুঠো মুঠো চুল ওঠে। চুলে ফ্রিজিনেস বাড়ে। এমনকি স্ক্যাল্পে চুলকানি, খুশকি ও সংক্রমণ দেখা দেয়। এই সময় যতই আপনি ভাল মানের তেল, শ্যাম্পু কিংবা সিরাম মাখুন, খুব বেশি কার্যকর হয় না। তবে, আয়ুর্বেদে বর্ষাকালে হওয়া চুলের সমস্যা সমাধান রয়েছে। এই সময় শ্যাম্পু-কন্ডিশনার ছেড়ে শিকাকাইয়ের সাহায্য নিন।
শিকাকাই চুলে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। চুলের গোড়ায় জমে থাকা ময়লা, তেল, ব্যাকটেরিয়াকে পরিষ্কার করে দেয়। এতে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায়, খুশকি ও চুলকানি কমে এবং চুলের সমস্যা এড়ানো যায়। শিকাকাইয়ের মধ্যে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলের ফলিকলকে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। চুলের যত্নে কীভাবে শিকাকাই ব্যবহার করবেন, জেনে নিন।
শিকাকাইয়ের হেয়ার টনিক: আধ মগ ঈষদুষ্ণ জলে ২-৩ চা চামচ শিকাকাই গুঁড়ো মিশিয়ে নিন। খেয়াল রাখুন, মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়। এবার এই মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে মেখে নিন। আধ ঘণ্টা পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ভাল করে ধোবেন। শিকাকাইয়ের অবশিষ্ট অংশ যেন চুলের গোড়ায় লেগে না থাকে, সে দিকে খেয়াল রাখুন। এই টোটকায় চুল হবে রেশমের মতো কোমল।
শিকাকাইয়ের হেয়ার প্যাক: শিকাকাইয়ের প্যাকও ব্যবহার করতে পারেন। এতেও চুলের সমস্যা এড়াতে পারবেন। টক দই ও অ্যালোভেরা জেলের সঙ্গে শিকাকাইয়ের গুঁড়ো মিশিয়ে নিন। এই হেয়ার প্যাক চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এছাড়া আপনি আমলকি ও রিঠার গুঁড়োর সঙ্গে শিকাকাইয়ের গুঁড়ো টক দইয়ে মিশিয়েও চুলে মাখতে পারেন। এই টোটকাতেও চুল পড়া ও খুশকি বন্ধ হবে।
শিকাকাইয়ের তেল: শ্যাম্পু করার আগে নিয়মিত চুলে শিকাকাইয়ের তেল মাখতে পারেন। নারকেল তেলের সঙ্গে শিকাকাই ভাল করে ফুটিয়ে নিন। এবার তেলটা ওই অবস্থাতেই ৭-৮ ঘণ্টা রেখে দিন। তারপর ছেঁকে নিয়ে শিশিতে ভরে নিন। স্নান করার ৩০ মিনিট আগে শিকাকাইয়ের তেল মালিশ করুন চুলে।
