Solo Trip: অমরনাথ সত্যিই ‘দুর্গম গিরি… দুস্তর পারাবার’, অতঃপর একাকী ‘যাত্রীরা হুঁশিয়ার’

Solo Trip Amarnath: একাকী অমরনাথ যাওয়া কোনও কঠিন ব্যাপার নয়। সাধারণত ১ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। চলবে ৩১ অগাস্ট পর্যন্ত তবে সোলো ট্রিপ-এর ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা বাঞ্ছনীয়।

Solo Trip: অমরনাথ সত্যিই ‘দুর্গম গিরি... দুস্তর পারাবার’, অতঃপর একাকী ‘যাত্রীরা হুঁশিয়ার’
অমরনাথের পথে...Image Credit source: নিজস্ব চিত্র।

|

Apr 12, 2024 | 2:27 PM

শুক্লা ভট্টাচার্য ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে…’ হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র অমরনাথ। কাশ্মীরে (Kashmir) অবস্থিত অমরনাথ গুহা (Amarnath Cave) সম্পর্কে একাধিক গল্প কথিত রয়েছে। যেমন, অমরনাথ গুহাতেই শিব-পার্বতীর মিলন হয়েছিল। সকলের পক্ষে নাকি এই গুহায় প্রবেশ করা সম্ভব হয় না। আবার অধিকাংশের বিশ্বাস, অমরনাথ গুহায় প্রবেশ করে এক মনে কিছু চাইলে সেই মনস্কামনা পূরণ হবেই। এই বিশ্বাসে বছর-বছর লক্ষ-লক্ষ পুণ্যার্থী অমরনাথ গুহায় পাড়ি দেন। অমরনাথ যাত্রা কিছুটা কষ্টসাধ্য অবশ্যই। তবে গ্রুপে অর্থাৎ দল বেঁধে অমরনাথ যেতে হয়, একাকী যাওয়া যায় না—এরকম অনেক ধারণা প্রচলিত রয়েছে। কিন্তু,...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন