
শুক্লা ভট্টাচার্য ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে…’ হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র অমরনাথ। কাশ্মীরে (Kashmir) অবস্থিত অমরনাথ গুহা (Amarnath Cave) সম্পর্কে একাধিক গল্প কথিত রয়েছে। যেমন, অমরনাথ গুহাতেই শিব-পার্বতীর মিলন হয়েছিল। সকলের পক্ষে নাকি এই গুহায় প্রবেশ করা সম্ভব হয় না। আবার অধিকাংশের বিশ্বাস, অমরনাথ গুহায় প্রবেশ করে এক মনে কিছু চাইলে সেই মনস্কামনা পূরণ হবেই। এই বিশ্বাসে বছর-বছর লক্ষ-লক্ষ পুণ্যার্থী অমরনাথ গুহায় পাড়ি দেন। অমরনাথ যাত্রা কিছুটা কষ্টসাধ্য অবশ্যই। তবে গ্রুপে অর্থাৎ দল বেঁধে অমরনাথ যেতে হয়, একাকী যাওয়া যায় না—এরকম অনেক ধারণা প্রচলিত রয়েছে। কিন্তু,...