Bike Start Tips: সারাদিন বৃষ্টির জলে বাইক ডুবে রয়েছে, পরদিন সকালে স্টার্ট না হলে কী করবেন?

বর্ষাকালে অনেক সময় বাইক দীর্ঘক্ষণ বৃষ্টির জলে ভিজে থাকে বা আংশিক ডুবে যায়। এমন পরিস্থিতিতে পরদিন সকালে স্টার্ট দিতে গেলে দেখা যায় বাইক স্টার্টই হচ্ছে না। এতে ভয় পাবেন না। এটি সাধারণ সমস্যা। কয়েকটি ধাপে এগোলে বাইক আবার সচল করা সম্ভব।

Bike Start Tips: সারাদিন বৃষ্টির জলে বাইক ডুবে রয়েছে, পরদিন সকালে স্টার্ট না হলে কী করবেন?
সারাদিন বৃষ্টির জলে বাইক ডুবে, পরদিন সকালে স্টার্ট না হলে কী করবেন?

Sep 24, 2025 | 2:55 PM

উমা আসার আগে তিলোত্তমা সাক্ষী রইল রেকর্ড বৃষ্টির। বানভাসি কলকাতায় (Kolkata Rain) বিপর্যস্ত জনজীবন। বহু বাড়িতে ঢুকেছে বৃষ্টির জল। অনেক যানবাহন বৃষ্টির জলে ডুবে রয়েছে। বর্ষাকালে অনেক সময় বাইক দীর্ঘক্ষণ বৃষ্টির জলে ভিজে থাকে বা আংশিক ডুবে যায়। এমন পরিস্থিতিতে পরদিন সকালে স্টার্ট দিতে গেলে দেখা যায় বাইক স্টার্টই হচ্ছে না। এতে ভয় পাবেন না। এটি সাধারণ সমস্যা। কয়েকটি ধাপে এগোলে বাইক আবার সচল করা সম্ভব।

১. প্রথমেই শুকনো জায়গায় বাইক আনতে হবে – বাইকটিকে ভিজে জায়গা থেকে সরিয়ে গ্যারেজ বা ছাউনির নীচে নিয়ে যান।

২. ব্যাটারি চেক করুন – বৃষ্টির জলে ব্যাটারির সংযোগ ঢিলে বা শর্ট হতে পারে। ব্যাটারির তার খুলে শুকিয়ে আবার লাগান।

৩. ইগনিশন সুইচ ও কী হোল শুকিয়ে নিন – জল ঢুকে গেলে স্প্রে লুব্রিকেন্ট (যেমন WD-40) ব্যবহার করুন।

৪. স্পার্ক প্লাগ পরীক্ষা করুন – স্পার্ক প্লাগ খুলে ভালো করে শুকিয়ে আবার লাগান। ভিজে থাকলে বাইক স্টার্ট নেবে না।

৫. এয়ার ফিল্টার চেক করুন – এয়ার ফিল্টারে জল ঢুকলে ইঞ্জিনে বাতাস প্রবাহ বন্ধ হয়ে যায়। শুকিয়ে পরিষ্কার করুন।

৬. সাইলেন্সার থেকে জল বের করুন – বাইক সামান্য কাত করে সাইলেন্সারে ঢুকে যাওয়া জল বের করে নিন।

৭. ফুয়েল ট্যাঙ্কে জল আছে কি না দেখুন – কখনও কখনও পেট্রোলে জল মিশে যায়। সন্দেহ হলে ট্যাঙ্ক পরিষ্কার করে নতুন ফুয়েল নিন।

৮. ক্লাচ ও ব্রেক পরীক্ষা করুন – জল জমে গেলে ক্লাচ বা ব্রেক শক্ত হয়ে যেতে পারে। লুব্রিকেন্ট ব্যবহার করে নরম করুন।

৯. ধীরে স্টার্ট দেওয়ার চেষ্টা করুন – একবারে এক্সিলারেটর ঘুরিয়ে জোরে চেষ্টা করবেন না, আস্তে আস্তে কয়েকবার চেষ্টা করুন।

১০. কাজ না হলে মেকানিক ডাকুন – উপরে দেওয়া ধাপগুলো কাজ না করলে বিশেষজ্ঞ মেকানিক দিয়ে বাইক সার্ভিস করান।

বৃষ্টির পর বাইক চালানোর আগে সবসময় ব্রেক, ক্লাচ, লাইট ও হর্ন ভাল ভাবে টেস্ট করে নিন। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে।