Summer Research Program: বিজ্ঞানের ছাত্র, উচ্চশিক্ষার শখ? বড় সুখবর নিয়ে এল IISER

Summer Research Program: বিশেষ এই গ্রীষ্মকালীন কর্মসূচির উদ্দেশ্য উচ্চ শিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের গবেষণার সঙ্গে পরিচয় করানো। তাঁদের মৌলিক বৈজ্ঞানিক চিন্তাভাবনা গড়ে তোলা।

Summer Research Program: বিজ্ঞানের ছাত্র, উচ্চশিক্ষার শখ? বড় সুখবর নিয়ে এল IISER

Apr 14, 2025 | 5:35 PM

উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন? বিজ্ঞান নিয়ে পড়াশোনা? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সুখবর নিয়ে এসেছে IISER কলকাতা। ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER), কলকাতা সম্প্রতি গ্রীষ্মকালীন গবেষণা কর্মসূচির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের জন্য এক অনন্য সুযোগ।

বিশেষ এই গ্রীষ্মকালীন কর্মসূচির উদ্দেশ্য উচ্চ শিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের গবেষণার সঙ্গে পরিচয় করানো। তাঁদের মৌলিক বৈজ্ঞানিক চিন্তাভাবনা গড়ে তোলা। এই প্রকল্পের অধীনে নির্বাচিত শিক্ষার্থীরা IISER-এর বিভিন্ন গবেষণা ল্যাবরেটরিতে কাজ করার সুযোগ পাবেন। তত্ত্বাবধায়কের নির্দেশনায় নির্দিষ্ট প্রকল্পে হাতে-কলমে কাজ করার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

সাধারণত এই কর্মসূচি ৮ সপ্তাহের হয়, যা চলে মে থেকে জুলাই মাসের মধ্যে। অংশগ্রহণকারীরা পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, আর্থ সায়েন্স ইত্যাদি বিষয়ে গবেষণার সুযোগ পাবেন। দেশের যেকোনও বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরাই এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য প্রার্থীদের নিজের বায়োডাটা, প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতার তথ্য, এবং গবেষণার আগ্রহ প্রকাশ করে একটি স্টেটমেন্ট জমা দিতে হবে। এছাড়াও, শিক্ষক বা অধ্যাপকের কাছ থেকে সুপারিশপত্র জমা দেওয়াও প্রয়োজন।

এই কর্মসূচি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের গবেষণা ও উচ্চশিক্ষার পথ সুগম করতে সাহায্য করে। প্রতি বছর বহু প্রতিভাবান ছাত্রছাত্রী এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করে থাকেন।

আগ্রহীরা IISER কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারেন।