
বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? এই প্রশ্ন বার বার উঠে এসেছে। যখনও কোনও নতুন আবিষ্কার হয়েছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন! আজ আবারও এমন এক কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে সমাজ। কেন এই কথা বলছি? উত্তরটা হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স(এআই)। যত দিন যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে বাড়ছে এআই-এর প্রভাব। আপনি নিজেকে বদলাতে না পারলেও, এআই নিজেকে ক্রমাগত উন্নত করে তুলেছে। তাও আমার আপনার সাহায্য নিয়েই, সজ্ঞানে বা অজ্ঞানে। যার প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। আগে যে এআই নিছক মজার বিষয় ছিল, সেটাই আজ বিভিন্ন কর্মক্ষেত্রে একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদানে পরিণত হচ্ছে। এমনকি কখনও কখনও মানুষের পরিপূরক হয়ে উঠছে। এমন অনেক কাজ আছে যা আগে মানুষের করতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যেত, হয়তো অনেক বেশি মানুষের প্রয়োজন পড়ত। কিন্তু এআই-এর সাহায্যে মাত্র কয়েক মিনিটে একজন ব্যক্তিই করে ফেলতে পারে সেই কাজ। তেমনই...