
মহিলাদের পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বেড়েছে নানা ধরনের ইন্টিমেট লিকুইড ওয়াশ। বিজ্ঞাপনে বলা হয়, এই ওয়াশ ব্যবহার করলে যোনিপথে সংক্রমণ কমে, দুর্গন্ধ দূর হয় এবং প্রাইভেট পার্ট থাকে পরিষ্কার। সত্যিই কী লিকুইড ওয়াশ ব্যবহার করা উচিত? কী বলছেন চিকিৎসকরা?
চিকিৎসকদের মতে, অতিরিক্ত বা ভুলভাবে এই ধরনের পণ্য ব্যবহার করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। চিকিৎসাবিজ্ঞানের মতে, ভ্যজাইনা একটি self-cleaning organ। এর স্বাভাবিক pH থাকে ৩.৫ থেকে ৪.৫, যা সংক্রমণ থেকে রক্ষা করে।
গাইনোকোলজিস্ট Dr. Sherry A. Ross (MD, USA) বলেছেন “যোনিপথ নিজেই পরিষ্কার হতে পারে। সুগন্ধি বা রাসায়নিক-ভিত্তিক লিকুইড পরিস্কারের জন্য ব্যবহার করলে প্রাকৃতিক ভাবে থাকা pH ভারসাম্য ব্যাহত হতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে।”
লিকুইড ওয়াশ ব্যবহার করলে কী সমস্যা হতে পারে?
গাইনোকোলজিস্টদের মতে, নিয়মিত বা অপ্রয়োজনীয় ইন্টিমেট ওয়াশ ব্যবহারে pH এর ভারসাম্য নষ্ট হয়, ছত্রাক সংক্রমণ হতে পারে, জ্বালা, চুলকানি ও শুষ্কতা দেখা দিতে পারে।
গাইনোকোলজিস্ট ড:রেখা ভাস্কর (Consultant Obstetrician & Gynecologist) বলেন—
“সাধারণভাবে পরিষ্কারের জন্য জলই যথেষ্ট। ইন্টিমেট ওয়াশ দরকার হয় শুধু বিশেষ কিছু ক্ষেত্রে, যেমন অতিরিক্ত ডিসচার্জ বা সংক্রমণের চিকিৎসার সময়, তাও চিকিৎসকের পরামর্শে।”
তিনি আরও জানান, বাজারের বহু পণ্যেই fragrance ও harsh chemicals থাকে, যা দীর্ঘমেয়াদে vaginal microbiome ক্ষতিগ্রস্ত করতে পারে।
কখন ইন্টিমেট লিকুইড ওয়াশ ব্যবহার করবেন?
চিকিৎসকদের মতে, ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসার সময়
Post-pregnancy বা surgery-র পরে এর প্রয়োজন পরে।
তবে সেক্ষেত্রে অবশ্যই—
pH-balanced,গন্ধহীন, গাইনোকলজিস্টের পরামর্শ মত পণ্য ব্যবহার করতে হবে।