Medical Physics: চিকিৎসা শাস্ত্রে কেন গুরুত্বপূর্ণ ফিজিক্স? শেখানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Jadavpur University: রেডিয়েশন থেরাপি বা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত তেজস্ক্রিয় রশ্মির হিসাব-নিকাশ, মাত্রা নির্ধারণ এবং লক্ষ্যবস্তুতে সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রেও পদার্থবিদ্যার জ্ঞান অপরিহার্য।

Medical Physics: চিকিৎসা শাস্ত্রে কেন গুরুত্বপূর্ণ ফিজিক্স? শেখানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Apr 17, 2025 | 7:23 PM

পদার্থবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, চিকিৎসা বিজ্ঞানে এর ভূমিকা অনস্বীকার্য। আধুনিক চিকিৎসাব্যবস্থায় রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা পদ্ধতি পর্যন্ত পদার্থবিজ্ঞানের ব্যবহার বিস্তৃত।

এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি – এ সব প্রযুক্তির মূলে রয়েছে পদার্থবিজ্ঞানের নানান তত্ত্ব ও সূত্র। উদাহরণস্বরূপ, এক্স-রেতে রঞ্জন রশ্মির ব্যবহার, এমআরআই-তে চৌম্বকত্ব এবং রেডিও তরঙ্গের সমন্বয়, কিংবা আল্ট্রাসোনোগ্রাফিতে শব্দ তরঙ্গের প্রতিফলনের ব্যবহার – সবই পদার্থবিজ্ঞানের উপকারিতা।

রেডিয়েশন থেরাপি বা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত তেজস্ক্রিয় রশ্মির হিসাব-নিকাশ, মাত্রা নির্ধারণ এবং লক্ষ্যবস্তুতে সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রেও পদার্থবিদ্যার জ্ঞান অপরিহার্য। চিকিৎসা যন্ত্রপাতি, যেমনঃ লেজার সার্জারি যন্ত্র, পেসমেকার, ডায়ালাইসিস মেশিন কিংবা ইনফ্রারেড থার্মোমিটার – এসবের নকশা ও কার্যপ্রণালীতেও পদার্থবিজ্ঞান বিশাল অবদান রাখে।

বায়োমেকানিক্স, অর্থাৎ মানব দেহের চলন ও বল বিশ্লেষণের ক্ষেত্রেও পদার্থবিদ্যার গতি ও বল সংক্রান্ত জ্ঞানের প্রয়োগ ঘটে। হাঁটু বা কাঁধ প্রতিস্থাপন, অর্থোপেডিক অস্ত্রোপচার, বা কৃত্রিম অঙ্গ তৈরিতে এসব বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিদ্যার ব্যবহার ক্রমেই বাড়ছে। নতুন নতুন যন্ত্র আবিষ্কারের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা আরও নির্ভুল এবং নিরাপদ হয়ে উঠছে। এইভাবে পদার্থবিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের আন্তঃসম্পর্ক আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে আরও গতিশীল এবং উন্নত করেছে।

তাই প্রতিদিনের এগিয়ে চলা প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়াটাও অত্যন্ত জরুরি। এবার সেই সুযোগ করে দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মেডিক্যাল ফিজিক্স নিয়ে উচ্চস্তরে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে।

মেডিক্যাল ফিজিক্সে এমএসসি ডিপ্লোমা কোর্স চালু করেছে বিশ্ববিদ্যালয়। এই কোর্সে ভর্তি হওয়ার খরচ ১ লক্ষ ২০ হাজার টাকা। এর সঙ্গে রয়েছে ১৮ শতাংশ জিএসটি। স্নাতকোত্তরের নম্বর ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। আসন সংখ্যা ১০টি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬০ শতাংশ নম্বর-সহ ফিজ়িক্সে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। এই কোর্সের আবেদন করার খরচ ৫০০ টাকা। আবেদনের শেষ তারিখ ২৮ এপ্রিল।