লেহেঙ্গা-ব্লাউজের নিখুঁত কম্বিনেশন, ফটোশ্যুটে ‘স্বর্ণালী’ জাহ্নবী

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Jun 07, 2021 | 10:25 PM

২৪ বছর বয়সী বলিউড অভিনেত্রী জাহ্নবি কাপুরের ফটোশ্যুটের এই পোশাক আপনার ফ্যাশন ট্রেন্ড হতেই পারে।

লেহেঙ্গা-ব্লাউজের নিখুঁত কম্বিনেশন, ফটোশ্যুটে স্বর্ণালী জাহ্নবী

Follow Us

সামনেই বিয়ে? কীভাবে সাজবেন? কী পোষাক পরবেন ঠিক করে উঠতে পারছেন না? এদিকে জেন-জ়েড বন্ধুদের মধ্যে নজর কাড়তেই হবে বিয়ের কণে সেজে। ২৪ বছর বয়সী বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ফটোশ্যুটের এই পোশাক আপনার ফ্যাশন ট্রেন্ড হতেই পারে। দেখে নিন সেই অপরূপ সাজ।

তোরণী ব্র্যান্ডের বিকিনি ব্লাউজ এবং পা অবধি কাটা ল্যাহেঙ্গায় সম্প্রতি ফোটোশ্যুট করতে দেখা গেছে অভিনেত্রীকে। জাহ্নবী সেই সাজেই পূর্ণতা দিয়েছেন হাঁটু পর্যন্ত্য বুট জুতোটা পরে। স্টাইলিস্ট জয়নী ভেদা সাজিয়েছেন ধড়কের অভিনেত্রীকে। পাশাপাশি হালকা নিউড আর স্মোকি আই মেক-আপ একেবারেই বদলে দিয়েছে অভিনেত্রীর লুক।


ম্যাগাজিন কভার শ্যুটের জন্যই ছিল এই ফোটোশ্যুট। তবে সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসার পর একাধিক শেয়ার এবং প্রশংসা মেলে ছবিগুলি। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই পোস্ট করেছেন ছবিগুলি। তবে কমেন্টে ফ্যানেদের উচ্ছ্বাস বুঝিয়ে দিয়েছে ‘স্বর্ণালী’ জাহ্নবীর সাজ ছিল একেবারেই নিখুঁত।

Next Article