VIRAL VIDEO: KFC-র ফ্রায়েড চিকেনের স্বাদে টুথপেস্ট! মাজলে কেমন লাগে দেখুন
KFC's Fried-Chicken Flavored Toothpaste: এক টুইস্ট দিয়ে টুথপেস্ট নিয়ে এসেছে কেএফসি। যেটি চিকেন ফ্লেভারের। অবাক হচ্ছেন নিশ্চয়ই! ভাবছেন টুথপেস্টে ফ্রায়েড চিকেনও সম্ভব! কোনও কিছুই অসম্ভব নয়। সেটাই প্রমাণ করেছে কেএফসি।

ফ্রায়েড চিকেনের কথা মনে পড়লে অনেকের জিভে জল আসে। আর অনেক খাদ্যরসিকের তো কেএফসির ফ্রায়েড চিকেন যেন মুখে লেগে থাকে! সাতসকালে ঘুম থেকে উঠেই যদি ধরুন ইচ্ছে করে ফ্রায়েড চিকেন খাবেন, তা হলে উপায়? ঘুম থেকে উঠেই তো রেস্তোঁরায় যেতে ইচ্ছে করবে না। তাই বাড়িতেই এ বার চলে আসবে পছন্দের ফ্রায়েড চিকেন। মুহূর্তের মধ্যে জিনিস বাড়িতে আসব, এ কথা শুনলেই অনেকের দ্রুত পন্য ডেলিভারি সংস্থাগুলোর কথা মনে পড়ে। এক্ষেত্রে তেমনটা নয়। আসলে এক টুইস্ট দিয়ে টুথপেস্ট নিয়ে এসেছে কেএফসি। যেটি চিকেন ফ্লেভারের। অবাক হচ্ছেন নিশ্চয়ই! ভাবছেন টুথপেস্টে ফ্রায়েড চিকেনও সম্ভব! কোনও কিছুই অসম্ভব নয়। সেটাই প্রমাণ করেছে কেএফসি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেএফসির ফ্রায়েড চিকেন ফ্লেভারের টুথপেস্টের ভিডিয়ো। টুথপেস্ট প্রস্তুতকারক সংস্থা Hismile এর সঙ্গে যৌথভাবে এই নতুন মাজন বাজারে এনেছে কেএফসি। যা তৈরি হয়েছে কেএফসির ১১টি হেবস ও মশলার গোপন রেসিপি থেকে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, ১ এপ্রিল মার্কেটে আসে এই নতুন টুথপেস্ট। বেশ কয়েকজন ওই টুথপেস্ট ব্যবহার করে রিভিউ দিয়েছেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
কাইল ক্রুগার নামের এক ব্যক্তি ইন্সটাগ্রামে কেএফসি চিকেন ফ্রায়েড টুথপেস্টের রিভিউ দিয়েছেন। যেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘এটাই সম্ভবত সবচেয়ে অদ্ভুত জিনিস, যা আমি মুখে ভরলাম। কেএফসি সত্যিই ফ্রায়েড চিকেন ফ্লেভার টুথপেস্ট তৈরি করেছে। আর হ্যাঁ আমি সেটা দিয়েই দাঁত মাজলাম।’ তিনি ভিডিয়োটিতে দেখান টুথপেস্টের পাশাপাশি একটি ইলেকট্রিক টুথব্রাশও দেওয়া হয়েছে। কেএফসির একটি বাকেট আকৃতির প্যাকেজ থেকে তিনি সেগুলি বের করেন। এরপর তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি এখন কেএফসি ফ্রায়েড চিকেন ফ্লেভার টুথপেস্ট হাতে পেয়েছি। আশা করছি এটার স্বাদও তেমনই হবে।’ যদিও ভিডিয়োতে এও দেখা যায় যে, ওই টুথপেস্ট ব্যবহারের পর তাঁর ভালো লাগেনি। তিনি জানান, মুখে তেলের স্বাদ থেকে যাচ্ছে।
View this post on Instagram
উল্লেখ্য, ভারতীয় মুদ্রায় এই টুথপেস্টের দাম ১১১৮ টাকা। যা মুহূর্তের মধ্যে বিক্রিও হয়ে গিয়েছে। যদি সকাল সকাল মুখের মধ্যে এক্সপেরিমেন্ট চান, তা হলে যে কেউ বেছে নিতে পারেন এই স্পেশাল টুথপেস্ট।





