Kiss Day: ঠোঁটে ঠোঁট রাখলেই কড়া নাড়বে রোগ! চুমু দিবসে সঙ্গীকে কাছে টানার আগে সতর্ক হোন
প্রেম প্রকাশে চুমু যত গভীর হবে, ততই রোগের সম্ভাবনা বাড়বে। হ্য়াঁ, চিকিৎসকরা কিন্তু এমনই বলছেন। তাই তো চুমু দিবসে সঙ্গীকে কাছে ডাকার আগে অবশ্য পড়ে নিন চিকিৎসকদের পরামর্শ।

ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড গড়া হোক না হোক, এই ঠোঁট থেকেই ছড়িয়ে পড়তে পারে নানা রোগ। প্রেম প্রকাশে চুমু যত গভীর হবে, ততই রোগের সম্ভাবনা বাড়বে। হ্য়াঁ, চিকিৎসকরা কিন্তু এমনই বলছেন। তাই তো চুমু দিবসে সঙ্গীকে কাছে ডাকার আগে অবশ্য পড়ে নিন চিকিৎসকদের পরামর্শ।
কী কী রোগ হতে পারে?
চিকিৎসকরা বলছেন, চুমু থেকে যে রোগ হয়, তা মনোনিউক্লিওসিস বা গ্রন্থি জ্বর নামেও পরিচিত। এটি একটি সংক্রামক রোগ। এপস্টাইন-বার ভাইরাসের কারণে এই রোগ হয়। এটি লালার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সংস্পর্শে এলে সংক্রমণ হয়।
এই রোগের কারণে একাধিক স্ক্লেরোসিস, রিউমাটয়েড আরথারাইটিস সহ বেশ কয়েকটি অটোইমিউন রোগের ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় দেখা গিয়েছে, মাত্র ১০ সেকেন্ডের চুম্বনে প্রায় ৮০ মিলিয়ন ব্যাকটেরিয়া ছড়িয়ে যেতে পারে।
কী করা উচিত?
ডাক্তাররা বরাবরই ওরাল হাইজিনের কথা বলেন। তা শুধু চুমুর জন্য নয়। সুস্থ থাকতে ওরাল হাইজিন খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তারদের কথায়, ওরাল হাইজিন বিষয়টা একেবারেই অভ্যাস বানিয়ে ফেলা উচিত। না হলেই নানারকম সমস্যার সম্মুখীন হতে পারেন।
অন্তত, দিনে দুবার দাঁত ব্রাশ করবেন। দাঁত ব্রাশ করার পর মেডিকেটেড মাউথওয়াশ নিয়মিত ব্যবহার করুন।
উষ্ণজলে মুখ ধোয়ার চেষ্টা করুন। প্রয়োজনে উষ্ণজলে নুন ফেলে তা দিয়ে কুলকুচি করুন। এতে মুখের ভিতরের স্বাস্থ্য ভালো থাকবে।
চুমু খাওয়ার পর অবশ্য জল দিয়ে মুখের ভিতরটা ধুয়ে নিন। এতে সমস্যা হবে না। সঙ্গী বা আপনার সর্দি, কাশি হয়ে থাকলে, চুমুর প্ল্যান বাতিল করুন।
